Koushani Mukherjee: এবার পুজোয় কৌশানীর 'সিঙ্গল লাইফ', কী পরিকল্পনা রয়েছে নায়িকার?
Koushani Mukherjee New Music Video: বিভিন্ন প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাওয়া প্রায় প্রতিটি গানেই রয়েছে পুজোর আভাস। মাতৃ আরাধনার বার্তা। আর এবার, নতুন পুজোর গান নিয়ে আসছেন কৌশানী মুখোপাধ্যায়

কলকাতা: পুজো আসা মানেই সঙ্গে আসবে পুজোর নতুন গান। প্রত্যেক বছরই এই প্রবণতা দেখা যায়। মূলত পুজোর থিমকে মাথায় রেখেই মুক্তি পায় একাধিক পুজোর গান। ব্যতিক্রম নয় এইবারের পুজো ও। এবারেও পুজোর আগে মুক্তি পেয়েছে একাধিক পুজোর গান। বিভিন্ন প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাওয়া প্রায় প্রতিটি গানেই রয়েছে পুজোর আভাস। মাতৃ আরাধনার বার্তা। আর এবার, নতুন পুজোর গান নিয়ে আসছেন কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। এবার পুজোয় মুক্তি পাবে তাঁর নতুন গান, 'সিঙ্গল লাইফ'।
বলা যেতেই পারে, এবার পুজোয় কৌশানীর জোড়া মুক্তি। একদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) 'রক্তবীজ ২' সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে চলেছে কৌশানীকে। অন্যদিকে পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর নতুন গান। এই গানের খবর প্রকাশ হয়েছিল আগেই। আর এবার মুক্তি পেল, এই গানের লুক। সবুজ শাড়ি আর খোলা শাড়িতে নজর কাড়ছেন নায়িকা। গানটি গেয়েছেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সুর দিয়েছেন কুন্তল দে। গানটির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন কারান আরিয়ান। পরিচালকের দাবি, এই গানটি নাকি তিনি দক্ষিণী ধাঁচে সাজিয়েছেন। গানে রয়েছে বড় চমক। গানটি মুক্তি পাবে "সান ভেঞ্চার" এর ব্যানারে প্রযোজক সানি খান ও অনুপ সাহা এর প্রযোজনাতে। গানটিতে সিনেমাটোগ্রাফি হিসাবে কাজ করছেন অনিমেষ ঘরুই। গানটির কার্যনির্বাহী প্রযোজনাতে রয়েছেন সাহেব হালদার।
এই গান সম্পর্কে কৌশানী মুখোপাধ্যায় বলেছেন, 'আশা করছি, পুজোর সবচেয়ে বড় গান হবে সিঙ্গল লাইফ। পুজো মানেই তো মণ্ডপে মণ্ডপে বাজানো হবে গান। এই গানে একটা আলাদা রিদম রয়েছে যা মানুষের মনকে ছুঁয়ে যাবে। এই গানটার জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। আশা করছি, গানটি দর্শকদের ভীষণ ভাল লাগবে। বাঙালি দর্শকেরা পুজোর সময় বাংলার গান দেখতে পছন্দ করেন। এই গানে যেমন একটা দক্ষিণী ছোঁয়া রয়েছে, তেমনই রয়েছে ভরপুর বাঙালিয়ানা।'
প্রসঙ্গত, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মনামী ঘোষের পুজোর গান। সেই গানটিও দর্শকদের মনে ধরেছে। দর্শক এই গানে প্রচুর রিল ও বানিয়েছেন। অন্যদিকে, মুক্তি পেয়েছে 'হুলিগানইজম'-এর পূজার গান। সেই গানে আবার তুলে ধরা হয়েছে মাটির গন্ধ। নিজস্বতা বজায় রেখে এই গানের হাত ধরেও দর্শকদের মন ছুঁয়েছে 'হুলিগানইজম'। এছাড়াও মুক্তি পেয়েছে নীল ভট্টাচার্যের পুজোর নতুন গান।























