Kriti Kharbanda: মায়ের বিয়ের ওড়না, দিদিমার গলার হার, কৃতী খরবন্দার 'চূড়া' অনুষ্ঠানের পোশাকে ঐতিহ্যের মিশেল
Kriti Kharbanda Pre-Wedding: ঝলমলে নিওন সবুজ শাড়ির সঙ্গে ম্যাচিং অফ-শোল্ডার ব্লাউজ। কৃতির এই পোশাক একবারেই নজর টানবে। নিজের লুককে অন্য মাত্রা দেন মাথায় মায়ের লাল ওড়না ও গলায় দিদিমার সোনার হার পরে।

নয়াদিল্লি: বিয়ের একাধিক অনুষ্ঠানের একের পর এক ছবি পোস্ট করছেন কৃতি খরবন্দা (Kriti Kharbanda)। বলাই বাহুল্য, প্রত্যেকটা লুকেই তিনি যেন অনন্যা। আধুনিকতার সঙ্গে সাবেকিয়ানার ছোঁয়া তাঁকে আরও অপরূপ করে তুলেছে বলাই বাহুল্য। আর সেই সঙ্গে যদি থাকে মা-দিদিমার পরম্পরার ছোঁয়া, আরওই যেন সুন্দর হয়ে ওঠে গোটা পোশাক। আজ তিনি শেয়ার করলেন তাঁর 'চূড়া সেরিমনি'র (Choora Ceremony) ছবি। নিওন সবুজ শাড়ির সঙ্গে রইল মা ও দিদিমার বিয়ের পোশাকও।
কৃতি খরবন্দার 'চূড়া' অনুষ্ঠানে আধুনিকতার সঙ্গে সাবেকিয়ানার মিশেল
ঝলমলে নিওন সবুজ শাড়ির (Neon Green Saree) সঙ্গে ম্যাচিং অফ-শোল্ডার ব্লাউজ। কৃতির এই পোশাক একবারেই নজর টানবে। নিজের লুককে অন্য মাত্রা দেন মাথায় মায়ের লাল ওড়না ও গলায় দিদিমার সোনার হার পরে।
এদিন অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'দিদিমার হার ও মায়ের বিয়ের ওড়না! দুটো এমন জিনিস, যা সম্পর্কে কোনও প্রেমিক বা প্রেমপ্রস্তাব পাওয়ার আগে থেকেই আমি নিশ্চিত ছিলামই যে চূড়ার অনুষ্ঠানে পরবই। ছোটবেলার স্বপ্ন ছিল। সকালটা জাদুর মতো ছিল। আবেগে ভরপুর এবং হৃদয়ে উত্তেজনা কারণ পুলকিত ও আমার একে অপরের সঙ্গে দেখা করা বা মুখ দেখা বারণ ছিল সাত পাক ঘোরার আগে। সবটাই আমরা নিজেদের মতো করলেও কিছু জিনিস ছিল একেবারেই 'ওল্ড স্কুল'!'
তিনি আরও লেখেন, 'খুব ইচ্ছা ছিল যাতে এই মুহূর্তগুলো ও (পুলকিত) দেখতে পায়, কিন্তু, ও যখন এই ছবিগুলো প্রথমবার দেখে ওর মুখটা দেখে মন ভরে গিয়েছিল। লাল চূড়া ও সাবেকি কলিরা নিয়ে কোনও আপসের স্থান ছিল না। অন্যরকম করার জন্য যে সংখ্যক মানুষ আমাকে বোঝানোর চেষ্টা করে তা অভাবনীয়। কিন্তু আমি খুশি যে আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম এবং পিছন ফিরে তাকাইনি।' ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি মায়ের বিয়ের পোশাক পরে একটি ছোটবেলার ছবিও শেয়ার করেন। মায়ের বিয়ের ছবিও পোস্ট করেন তিনি।
View this post on Instagram
বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে লিপ্ত ছিলেন কৃতি এবং পুলকিত। একছাদের নীচে সংসারও পেতেছিলেন তাঁরা। এতদিনের প্রেমকে গত ১৫ মার্চ পরিণয়সূত্রে বাঁধলেন তাঁরা। তবে দুই তারকার বিবাহ অনুষ্ঠানে বাইরের লোকের প্রবেশ ছিল নৈব নৈব চ। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতেই সারাজীবন পরস্পরের হাত ধরে চলার অঙ্গীকারবদ্ধ হন দু'জনে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
