এক্সপ্লোর
সোশ্যাল মিডিয়ায় হার্দিক পাণ্ড্যর সঙ্গে ছবি পোস্ট করে ট্রোলড টিভি তারকা ক্রিস্টল ডি’সুজা
কিছুদিন আগে একটি টেলিভিশন শোয়ে হার্দিকের করা বিতর্কিত মন্তব্যের কথা উল্লেখ করে অনেকেই কটূক্তি করেন।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
মুম্বই: সম্প্রতি মুম্বইয়ের একটি পানশালায় ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন টেলিভিশন তারকা ক্রিস্টল ডি’সুজা। তিনি ওই ছবিতে হার্দিককে ‘ভাই’ বলে উল্লেখ করেন। কিছুদিন আগে একটি টেলিভিশন শোয়ে হার্দিকের করা বিতর্কিত মন্তব্যের কথা উল্লেখ করে অনেকেই কটূক্তি করেন। পাল্টা হার্দিকের পাশে দাঁড়িয়ে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছেন ক্রিস্টল।
হার্দিক এখন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত। তিনি বিশ্বকাপের দলেও আছেন। সাময়িক নির্বাসিত থাকার পর দলে ফিরে বিতর্ক ঝেড়ে ফেলে আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন এই অলরাউন্ডার। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















