এক্সপ্লোর
Advertisement
দেখুন: ভাইদুজে পিসির জন্য আধো আধো বুলিতে গায়ত্রী মন্ত্র বলল কুণাল-সোহার মেয়ে ইনায়া
টিনসেল টাউনে তারকা খচিত দীপাবলি উদযাপনের পর এবার ভাই-ফোঁটা। ভাই-বোনের অটুট সম্পর্কের বন্ধন পালনের এই উত্সব অবশ্য বলিউডে পরিচিত ‘ভাইদুজ’ হিসেবে। এই উপলক্ষ্যে ইন্ডাস্ট্রির তারকারা তাঁদের ভাই-বোনের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। ওই তারকাদের মধ্যে রয়েছেন কুণাল কেম্মুও।
মুম্বই: টিনসেল টাউনে তারকা খচিত দীপাবলি উদযাপনের পর এবার ভাই-ফোঁটা। ভাই-বোনের অটুট সম্পর্কের বন্ধন পালনের এই উত্সব অবশ্য বলিউডে পরিচিত ‘ভাইদুজ’ হিসেবে। এই উপলক্ষ্যে ইন্ডাস্ট্রির তারকারা তাঁদের ভাই-বোনের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। ওই তারকাদের মধ্যে রয়েছেন কুণাল খেম্মুও। কুণালের বোন করিশ্মা খেম্মু হাতে পুজোর থাকা নিয়ে গায়ন্ত্রী মন্ত্র পাঠ করতে করতে অভিনেতা-ভাইয়ের কপালে ফোঁটা দিলেন। পাশেই দাঁড়িয়েছিল ইনায়া। (মোবাইল ক্যামেরায় অবশ্য তাকে দেখা যাচ্ছে না)। ভিডিওটি কুণাল পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, পিসি করিশ্মা গায়ত্রী মন্ত্র পাঠের পর ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা ইনায়াকে বলেন, তুমি গাইলে না ইনায়া?
এরপর ক্যামেরা ইনায়ার দিকে ফেরে। তার মা সোহাও বলেন, ইনায়া তুমি কি গাইতে পার? এরপরই ইনায়া আধো আধো বুলিতে হাত জোড় করে গায়ত্রী মন্ত্র গাইতে শুরু করে।
গাওয়া শেষ হলে মা তারিখ করেন ইনায়ার।
কুণাল ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ভাইদুজের আলো ছড়িয়ে দিতে। সম্প্রতি পোস্ট করা একটি ছবিতে বাবা রবি, স্ত্রী সোহা, মা জ্যোতি ও বোন করিশ্মা কেম্মুর সঙ্গে কুণাল। ছোটি দেওয়ালি-তে মা সোহাও ইনায়ার একটি ছবি পোস্ট করেন।
View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement