এক্সপ্লোর
‘কেয়া বাত হ্যায় ভাই’, ভারত ছবির ট্রেলার দেখে সলমনকে বললেন শাহরুখ
সলমনের ভারত ছবির ট্রেলার দেখে মুগ্ধ শাহরুখ। কী বললেন জেনে নিন।

মুম্বই: সলমন খানের আগামী ছবি ভারত-এর ট্রেলার দেখে মুগ্ধ শাহরুখ খান। এসআরকে টুইট করে সলমনকে বলেছেন, কেয়া বাত হ্যায় ভাই! অন্যান্য বলি তারকাও ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ। গতকাল মুক্তি পেয়েছে সলমন খান-ক্যাটরিনা কাইফের ভারত-এর ট্রেলার। ৩ মিনিটের ভিডিওতে ছবিতে সলমনের চরিত্রের দীর্ঘ সফর তুলে ধরা হয়েছে। দেখুন ট্রেলার দেখে শাহরুখের টুইট।
Kya baat hai bhai!! Bahut Khoob. https://t.co/0t8hQoUSbJ
— Shah Rukh Khan (@iamsrk) April 22, 2019
জবাব দিয়েছেন সলমনও। Thank You Shahrukh - picture abhi baaki hai... https://t.co/Q0Yc4SpmLq
— Salman Khan (@BeingSalmanKhan) April 22, 2019
অনিল কপূরও ভারত-এর ট্রেলারের প্রশংসা করেছেন। Relive #Bharat’s journey with Bharat! #BharatTrailer https://t.co/dm9aId09cB@BeingSalmanKhan @Bharat_TheFilm @aliabbaszafar @atulreellife @itsBhushanKumar #KatrinaKaif #Tabu @bindasbhidu @DishPatani @WhoSunilGrover @nikhilnamit @reellifeprodn @SKFilmsOfficial @TSeries https://t.co/zuonQlhZMr
— Anil Kapoor (@AnilKapoor) April 22, 2019
Thank u Kapoor saab for ur tweet and liking the trailer https://t.co/xibNUOP2pn
— Salman Khan (@BeingSalmanKhan) April 22, 2019
সলমনের শেষ ২ ছবি রেস ৩ ও টিউবলাইট চলেনি। তবে ভারত-এর ট্রেলারের প্রশংসাই শোনা গিয়েছে। আলি আব্বাস জাফর পরিচালিত ভারত ২০১৪-য় মুক্তি পাওয়া দক্ষিণ কোরীয় ছবি ওড টু মাই ফাদার-এর রিমেক। ছবিতে সলমন-ক্যাটরিনা ছাড়া রয়েছেন দিশা পাটানি, তব্বু ও জ্যাকি শ্রফ। ৫ জুন মুক্তি পাবে ছবিটি। দেখুন ভারত-এর ট্রেলার। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















