Lata Mangeshkar Health: শারীরিক অবস্থা একই রয়েছে, আরও কিছুদিন ICU-তেই থাকবেন লতা মঙ্গেশকর
Lata Mangeshkar Health: হাসপাতালের তরফে এদিন সংবাদ সংস্থা এএনআই-কে জানানো হয়, গায়িকা লতা মঙ্গেশকরের যত্ন প্রয়োজন, সেই কারণে তিনি আরও কয়েকদিন আইসিইউতে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।
মুম্বই: শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় আরও কিছুদিন হাসপাতালেই থাকবেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Singer Lata Mangeshkar)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital) চিকিৎসা চলছে গায়িকার।
হাসপাতালের তরফে গায়িকার চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার প্রতীত সমদানি এদিন সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, 'গায়িকা লতা মঙ্গেশকরের যত্ন প্রয়োজন, সেই কারণে তিনি আরও কয়েকদিন আইসিইউতে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। তাঁর অবস্থা আগের মতই আছে; এখনও কাউকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।'
Singer Lata Mangeshkar needs care, which is why she'll remain under doctors' supervision in ICU for a few more days. Her condition is the same as before; no one's allowed to meet her yet: Dr Pratit Samdani, who's treating her at Mumbai's Breach Candy Hospital
— ANI (@ANI) January 16, 2022
(file photo) pic.twitter.com/4vMPWxmkr1
গত শনিবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বর্ষীয়ান গায়িকার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তার সঙ্গে রয়েছে নিউমোনিয়ার সমস্যাও।
দিন দুই আগেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বোনঝি রচনা শাহ একটি বিবৃতিতে পিটিআইকে জানিয়েছিলেন যে, বর্ষীয়ান গায়িকা আগের থেকে ভাল আছেন। তিনি বলেন, 'ওঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আমরা খুশি। প্রত্যেকের প্রার্থনা কাজে এসেছে। অনুরাগীদের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে ওঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করুন। তবে এর পাশাপাশি অনুরোধ জানাব, অবশ্যই ব্যক্তিগত গোপনীয়তার কথা মাথায় রাখবেন।' লতা মঙ্গেশকরের বোনঝি আরও জানান যে, বয়সের কথা চিন্তা করে ওঁকে সর্বক্ষণই দেখাশোনার মধ্যে রাখতে হচ্ছে।
করোনা তৃতীয় ঢেউয়ে ইতিমধ্যেই দেশের বহু মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না তারকারাও। লতা মঙ্গেশকরের করোনা সংক্রমণের পাশাপাশি চিন্তা বাড়ায় নিউমোনিয়ার সমস্যা। আর তার জন্যই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সুরসম্রাজ্ঞী দ্রুত সেরে উঠুন। এই প্রার্থনা আমাদেরও।