Sidharth Shukla Update: অভিনেতা সিদ্ধার্থ শুক্লর স্মরণসভায় অনলাইনে যোগ দিতে পারবেন অনুরাগীরাও
Sidharth Shukla Update: করোনা বিধিনিষেধের কথা মাথায় রেখে এবং তাঁর ফ্যানেদের কথা ভেবে পরিবারের তরফে অনলাইন স্মরণসভার আয়োজন করা হয়েছে। আজ বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে স্মরণসভা।
মুম্বই: প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla)। এখনও সে খবর সত্যি বলে মানতেই পারছেন না তাঁর অনুরাগী বা পরিবারের লোকজন। যদিও সোমবার অর্থাৎ আজ অভিনেতার স্মৃতির উদ্দেশে তাঁর মা রীতা শুক্ল ও বোন নীতু, প্রীতি শুক্ল স্মরণসভার আয়োজন করেছেন।
করোনা বিধিনিষেধের কথা মাথায় রেখে এবং তাঁর ফ্যানেদের কথা ভেবে পরিবারের তরফে অনলাইন স্মরণসভার আয়োজন করা হয়েছে। তাঁদের প্রিয় তারকাকে বিদায় জানাতে অনুরাগীরা শেষবারের মতো একত্রিত হতে পারবেন আজ। এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে আজ সোমবার, ৬ সেপ্টেম্বর, ঠিক বিকেল ৫টায়।
এই বিশেষ সভার খবর ঘোষণা করে অভিনেতা কর্ণবীর বোহরা একটি পোস্ট শেয়ার করেছেন। লিখেছেন, 'সকলে একত্রিত হওয়া যাক, আজ বিকেল ৫টায় সিদ্ধার্থ শুক্লর উদ্দেশে প্রার্থনাসভায়।' অভিনেতা তাঁর বন্ধুর উদ্দেশে ক্যাপশনে লেখেন, 'অন্য পারে দেখা হবে বন্ধু।'
View this post on Instagram
সভায় তাঁর এই কর্ম সম্পন্ন করবেন বিকে যোগিনী দিদি, এবং থাকবেন সিস্টার শিবানী ও ব্রহ্মকুমারীরা। সিদ্ধার্থ শুক্লর গোটা পরিবার ব্রহ্মকুমারী ভাবাদর্শে বিশ্বাসী। তাঁর শেষকৃত্যও সেই মতেই পালিত হয়েছিল। কর্ণবীর বোহরার পোস্টে অনলাইন সভার জুম লিঙ্ক ইত্যাদি সমস্ত দেওয়া রয়েছে অনুরাগীদের যুক্ত হওয়ার জন্য।