এক্সপ্লোর
'জীবন সবচেয়ে সুন্দর হোক', ‘বন্ধু’ হৃতিকের জন্মদিনে শুভেচ্ছা প্রাক্তন স্ত্রী সুজানের
সুজান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে হৃতিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দুই ছেলের সঙ্গে হৃতিকের বিভিন্ন সময় তোলা ছবি দিয়ে বানানো হয়েছে ওই ভিডিও।
!['জীবন সবচেয়ে সুন্দর হোক', ‘বন্ধু’ হৃতিকের জন্মদিনে শুভেচ্ছা প্রাক্তন স্ত্রী সুজানের life be the most beautiful', Sujan wishes 'Friend' Hrithik on his birthday 'জীবন সবচেয়ে সুন্দর হোক', ‘বন্ধু’ হৃতিকের জন্মদিনে শুভেচ্ছা প্রাক্তন স্ত্রী সুজানের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/10204116/WhatsApp-Image-2021-01-10-at-3.10.49-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বিচ্ছেদ হয়েছে প্রায় ৭ বছর আগে। কিন্তু আলাদা হয়েও সুসম্পর্ক বজায় রেখেছেন হৃতিক রোশন ও সুজান খান। একাধিকবার সামনে এসেছে এই খবর। হৃতিকের জন্মদিনের সকালেও ব্যতিক্রম কিছু ঘটল না। আজ ৪৮ বছরে পা রাখলেন 'বলিউডের গ্রিক গড'। প্রাক্তন স্বামীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করলেন ফ্যাশন ডিজাইনার সুজানা খান।
সুজান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে হৃতিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দুই ছেলের সঙ্গে হৃতিকের বিভিন্ন সময় তোলা ছবি দিয়ে বানানো হয়েছে ওই ভিডিও। ভিডিওর ক্যাপশনে সুজান খান লেখেন, শুভ জন্মদিন হৃতিক। আশা করি তোমার জীবন সবচেয়ে সুন্দর হোক। ২০২১ সাল তোমার জীবন অর্থবহ করে তোলো।
১৪ বছরের বৈবাহিক জীবেনর ইতি হয় ২০১৪ সালে। ওই বছরই হৃতিক-সুজানার বিচ্ছেদ হয়। কিন্তু দু’জনের কেউই পারস্পরিক তিক্ততা প্রকাশ করেননি।বরং বন্ধুর মতো একে অপরের পাশে থেকেছেন। সোশ্যাল মিডিয়াতেও একাধিকবার বন্ধু বলেই একে অপরকে সম্বোধন করেছেন। বিচ্ছেদের পরেও পারিবারিক অনুষ্ঠানে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। দুই পুত্র সন্তানের সঙ্গেও সময় কাটিয়েছেন দুজন। একসঙ্গে ডিনার এবং মুভি ডেটে যাওয়ার খবরও বহুবার সামনে এসেছে।
হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা টাইগার স্রফ। ‘ওয়ার’ সিনেমার ভিডিও পোস্ট করেছেন তিনি। তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। শুভ জন্মদিন।
১৯৭৪ সালে জন্ম অভিনেতার। ‘কাহো না পেয়ার হ্যায়’ হাত ধরে বলিউডে প্রবেশ হৃতিকের। ২০০০ সালে মুক্তি পায় ওই ছবি। বাবা রাকেশ রোশন ছিলেন ওই ছবির পরিচালক।
বিপরীতে অভিনয় করেন আমিশা পটেল। এরপর 'কভি খুশি কাভি গম', 'কোই মিল গয়া', 'ধুম ২', 'কৃষ', 'যোধা আকবর', 'জিন্দেগি না মিলেগি দোবারা' 'ব্যাং ব্যাং', 'কাবিল' -এর মতো সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। কর্ণ-অর্জুন ছবির সহকারী পরিচালক ছিলেন তিনি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘ওয়ার’ সিনেমায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)