Liger Box Office Collection Day 4: প্রথম রবিবারেও বক্স অফিসে বিশেষ প্রভাব ফেলতে পারল না বিজয় দেবেরাকোন্ডার 'লাইগার'
Box Office Collection: ট্রেড রিপোর্ট অনুযায়ী, সব ভাষা মিলিয়ে 'লাইগার' ৫.৫০ কোটি টাকার ব্যবসা করেছে চতুর্থ দিনে। তবে এই চার দিন মিলিয়েও ৫০ কোটি টাকার গণ্ডি পার করতে পারেনি 'লাইগার'।
মুম্বই: মুক্তি পেয়েছে বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও অনন্যা পাণ্ডে (Ananya Panday) অভিনীত 'লাইগার' (Liger)। তবে বক্স অফিসে বিশেষ ভাল ব্যবসা করতে পারছে না এই ছবি। প্রথম দিন থেকেই ছবিটি নেগেটিভ রিভিউ পাচ্ছে এবং সেই কারণেও খানিক বলা চলে, বক্স অফিসে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে 'লাইগার'। চতুর্থ দিন অর্থাৎ মুক্তির প্রথম রবিবারে কেমন ব্যবসা (Box Office Collection Day 4) করল এই ছবি?
'লাইগার' ছবির চতুর্থ দিনের বক্স অফিস কালেকশন
ট্রেড রিপোর্ট অনুযায়ী, প্রথম রবিবার 'লাইগার' ছবি ৫.৫০ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। তবে সপ্তাহের বাকি দিনগুলি এই ছবি ভাল ব্যবসা করতে পারে কি না এখন সেটাই দেখার।
পুরী জগন্নাদ পরিচালিত 'লাইগার' গত ২৫ অগাস্ট মুক্তি পেয়েছে বক্স অফিসে। একাধিক ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে জায়গা পেতে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে।
ট্রেড রিপোর্ট অনুযায়ী, সব ভাষা মিলিয়ে 'লাইগার' ৫.৫০ কোটি টাকার ব্যবসা করেছে চতুর্থ দিনে। তবে এই চার দিন মিলিয়েও ৫০ কোটি টাকার গণ্ডি পার করতে পারেনি 'লাইগার'। অন্যদিকে তিন দিন মিলিয়ে বিশ্বজুড়ে 'লাইগার' ৪৩ কোটি টাকার ব্যবসা করেছে।
View this post on Instagram
আরও পড়ুন: IND vs PAK: 'ভুল ভুলাইয়া' কায়দায় ভারতীয় ক্রিকেট দলকে জয়ের শুভেচ্ছা কার্তিক আরিয়ানের
প্রসঙ্গত, বিগত বেশ কিছু ছবির ক্ষেত্রেই দেখা যাচ্ছে বক্স অফিসে বিশেষ ভাল ব্যবসা করতে পারছে না বলিউডের ছবিগুলি। অন্যদিকে দক্ষিণ ভারতের ছবিগুলি দুর্দান্ত ব্যবসা করতে গোটা ভারত জুড়ে। ফলে মনে করা হয়েছিল দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডাকে হিন্দি ছবিতে কাস্ট করলে বলিউডের সেই খরা কাটতে পারে।
অনন্যা পাণ্ডের পাশাপাশি, দেবেরাকোন্ডা, পুরী জগন্নাদ পরিচালিত অ্যাকশন-প্যাকড এই স্পোর্টস ছবিতে মিক্সড মার্শাল আর্ট ফাইটার বক্সারের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটিতে এমন অনেক উপাদান রয়েছে যা মনোরঞ্জন করবে। ছবিতে রামিয়া কৃষ্ণণ এবং রনিত রায়ের মতো দুর্দান্ত অভিনেতারা রয়েছেন এবং রয়েছে মার্কিন কিংবদন্তি বক্সার মাইক টাইসনের ক্যামিও উপস্থিতিও। কিন্তু তারপরেও ছবির বক্স অফিস ব্যবসা বেশ হতাশাজনক।