IND vs PAK: 'ভুল ভুলাইয়া' কায়দায় ভারতীয় ক্রিকেট দলকে জয়ের শুভেচ্ছা কার্তিক আরিয়ানের
Asia Cup 2022: প্রসঙ্গত, হার্দিক ইনিংসের শুরুতেই নিজের মনোভাব স্পষ্ট করে দেন। আগ্রাসী মেজাজে ব্যাট করেন। ১৯তম ওভারে হার্দিকের দৌলতেই ওঠা ১৪ রান ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাণ্ড্য ৩৩ রানে অপরাজিত থাকেন।
মুম্বই: এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত (Ind Vs Pak)। তারপর থেকে গোটা দেশ মাতোয়ারা সেলিব্রেশনে। নিজের বিশেষ কায়দায় টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন অভিনেতা কার্তিক আরিয়ানও (Kartik Aaryan)।
কার্তিকের 'ভুল ভুলাইয়া' কায়দায় শুভেচ্ছাবার্তা
প্রায় ৪ মাস কেটে গেছে, কার্তিক আরিয়ানের ব্লকবাস্টার 'ভুল ভুলাইয়া ২' মুক্তি পেয়েছে। তবে এখনও সেই ছবির গান ও স্টেপস সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে।
এদিন ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি বিশেষ পোস্ট করেন অভিনেতা কার্তিক আরিয়ান। ভারতীয় ক্রিকেট দলের জেতার বিভিন্ন মুহূর্তের কোলাজ করে একটি ভিডিও পোস্ট করেন তিনি। নেপথ্যে শোনা যাচ্ছে তাঁর 'ভুল ভুলাইয়া' গান।
ক্যাপশনে অভিনেতা গানের লিরিক্স Lsks লেখেন, 'আই কিপ প্রেয়িং দ্যাট ইন্ডিয়া উইনস অল ডে অল নাইট লং' অর্থাৎ 'আমি প্রার্থনা করি ভারতীয় দল যেন সর্বত্র সবসময়ে ম্যাচ জেতে'। হ্যাশট্যাগে লেখা 'হার্দিক রুহ বাবা'।
View this post on Instagram
প্রসঙ্গত, গতকালের ম্যাচে হার্দিক ইনিংসের শুরুতেই নিজের মনোভাব স্পষ্ট করে দেন। আগ্রাসী মেজাজে ব্যাট করেন তিনি। ১৯তম ওভারে হার্দিকের দৌলতেই ওঠা ১৪ রান ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাণ্ড্য ৩৩ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরে পাঁচ উইকেটে ভারতকে জেতান তিনি। নিজের পোস্টে হার্দিককে বিশেষ রূপে শুভেচ্ছা জানান অভিনেতা।
আরও পড়ুন: IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়! 'কালা চশমা' গানে সেলিব্রেশন আয়ুষ্মান-অনন্যার
গতকালের ম্যাচে জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা দেশের বিভিন্ন স্থানে চলে সেলিব্রেশন।