এক্সপ্লোর
Advertisement
দেখুন, বেনারসি আর গরদ শাড়ির সাজে লিজা রে-র ফুটফুটে দুই মেয়ে
দুই বোনের একজন লাল পেড়ে গরদে সেজে উঠেছিল। অন্যজন মন কাড়ল লাল টুকটুকে বেনারসিতে।
নয়াদিল্লি: জন্মের পরই যমজ কন্যাসন্তানের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী লিজা রে। সোলেইল ও সুফির জুটি মুগ্ধ করে নেটিজেনদের। ২০১৮র জুনে দুই কন্যার জন্ম হয় সারোগেসির মাধ্যমে। লিজা ও তাঁর স্বামী জ্যাশন সম্প্রতি দুই মেয়েকে সাজিয়েছিলেন সনাতনী বাঙালি সাজে। মা লিজা তাঁদের ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায়।
ভাইরাল ইনফেকশনের দরুণ দুই মেয়ের থেকে একটু দূরে দূরেই থাকছেন লিজা। তাই মেয়েদের কোলে নিয়ে নয়, আলাদা ভাবেই তাদের ছবি আপলোড করলেন!
দুই বোনের একজন লাল পেড়ে গরদে সেজে উঠেছিল। অন্যজন মন কাড়ল লাল টুকটুকে বেনারসিতে।
লিজা জানিয়েছেন, শাড়ি দুটি কলকাতা থেকে পাঠিয়েছেন তাঁর বোন আকাঙ্খা। লিজা মজা করে লিখেছেন, দুই মেয়ের সৌজন্যে তাঁর বোন, আদরের মামণি থেকে মাসিমা হয়েছেন!
লিজার আপলোড করা ছবিগুলিতে কমেন্ট করেছেন স্টাইলিস্ট অনিতা শ্রফ আদাজানিয়া ও অভিনেত্রী অদিতি গোভিত্রকর।
লিজার এক কাছের বন্ধুও দুই কন্যার ছবি শেয়ার করেছেন সোশ্যাল সাইটে।
২০১২ সালে ক্যালিফোর্নিয়ায় জ্যাশনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। অভিনেত্রী লিজা ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার পর এখন তিনি সুস্থ বলেই জানা গেছে।
দুই মেয়ের জন্মের পর অনেকটাই বদলে গিয়েছে অভিনেত্রীর পৃথিবী। এ-কথা তিনি জানিয়েছেন নিজেই।
লিজাকে শেষ দেখা গিয়েছিল ‘মোর ফোর শটস প্লিজ’ নামক এক ওয়েব সিরিজে। এবছরের শুরুতে স্ট্রিম করা হয় ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement