এক্সপ্লোর
কেমোথেরাপির পর নিজেকে এলিয়েনের মতো লাগত:মণীষা কৈরালা
মুম্বই: ক্যানসারের চিকিত্সার পর নিজেকে ভিন গ্রহের প্রাণী (এলিয়েন) মনে হত বলিউড অভিনেত্রী মণীষা কৈরালার। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সঞ্জয় দত্তর বায়োপিকে তাঁর মা নার্গিসের চরিত্রে দেখা যাবে মণীষাকে।
'১৯৪২: অ্যা লাভ স্টোরি', 'অগ্নিসাক্ষী', 'সওদাগর', 'বম্বে'-র মতো সিনেমার অভিনেত্রী মণীষা বলিউডে তাঁর অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০১২-তে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন এই জনপ্রিয় অভিনেত্রী।
কেমোথেরাপির পর নিজেকে কেমন দেখতে লাগবে, তা নিয়ে চিন্তিত ছিলেন কিনা, এই প্রশ্নের জবাবে মণীষা বলেছেন, ‘মাথার চুল যে ঝরে যাবে তা জানতাম।কিন্তু নিজেকে কেমন দেখতে লাগবে, তা নিয়ে নিশ্চিত ছিলাম না। আসলে ক্যানসারের মতো রোগের বিরুদ্ধে লড়াই করার পর লুক বদলে যায়। আমি শুধু এইটুকু জানতাম যে, এই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য মানসিকভাবে তৈরি থাকতে পারি। এক্ষেত্রে পরিবারকে সম্পূর্ণভাবে পাশে পেয়েছি। কেমোথেরাপির পর আমার মাথার চুল, ভ্রু, চোখের পাতার লোম ঝরে গিয়েছিল। আয়নায় যখন নিজেকে দেখতাম তখন নিজেকে এলিয়েনের মতো মনে হত’।
মণীষার অসুস্থতার সময় সলমন খান, গুলশন গ্রোভারের মতো বলিউড তারকারা মণীযার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। মণীষা জানিয়েছেন, অসুখ সেরে ওঠার পর পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিই তাঁকে স্বাগত জানিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement