Madhuri Dixit's debut OTT series: ওটিটিতে আত্মপ্রকাশ মাধুরী দীক্ষিতের, কবে মুক্তি পাবে 'দ্য ফেম গেম'?
বেশ কিছুদিন ধরেই মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশের খবর পাওয়া যাচ্ছিল। অবশেষে অভিনেত্রীকে ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে।
মুম্বই: বড় পর্দায় দীর্ঘদিন ধরে অভিনয় করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ হতে চলেছে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit)। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর ওয়েব সিরিজ।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্টার শেয়ার করেছেন মাধুরী দীক্ষিত। পোস্টারটি তাঁর আসন্ন ওয়েব সিরিজ 'দ্য ফেম গেম'-এর (The Fame Game)। পোস্টার শেয়ার করে মাধুরী দীক্ষিত লিখেছেন, 'ওর দুনিয়া অদ্ভূত ধরনের। ওর কাহিনীও অজানা। কিন্তু এবার ও দুনিয়ার কাছে নিজের গল্প নিয়ে আসছে। 'দ্য ফেম গেম' সিরিজটি প্রিমিয়র হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, শুধুমাত্র নেটফ্লিক্সে।'
বেশ কিছুদিন ধরেই মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশের খবর পাওয়া যাচ্ছিল। অবশেষে অভিনেত্রীকে ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে। 'দ্য ফেম গেম' ওয়েব সিরিজটিতে মাধুরী দীক্ষিত ছাড়াও দেখা যাবে সঞ্জয় কপূর, মানব কৌলস লক্ষবীর সরন, সুহাসিনী মুলে, মুসকান জাফরির মতো অভিনেতাদের।
আরও পড়ুন - Mouni Roy Wedding: বিয়ে সারলেন মৌনী রায়, ছবি ভাইরাল নেট মাধ্যমে
বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল ছবির অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বলিউডে তাঁর কেরিয়ার জুড়ে রয়েছে একাধিক হিট ছবি। তাঁর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। নেট দুনিয়াতেও খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। ছবির কাজ হোক কিংবা ব্যক্তিগত জীবনের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেন সেখানে। অনুরাগী থেকে নেট নাগরিক এবং বলিউডের অন্যান্য তারকারা ইতিমধ্যেই অভিনেত্রীর সেই পোস্টে লাইক কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, মাত্র দিন দুয়েক আগেই 'পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান' ছবির জনপ্রিয় গানে রিল করেন মাধুরী দীক্ষিত। ভিডিও পোস্ট করে মাধুরী লেখেন, 'সাম্প্রতিককালের সবথেকে পছন্দের গান'। অবিনেত্রীর পোস্ট করা ভিডিওতে ভালোবাসা প্রকাশ করেছেন ছবির নায়ক আল্লু অর্জুন।
আরও পড়ুন - Samantha Naga Divorce Updates: কবে থেকে সামান্থা-নাগার মধ্যে সমস্যা শুরু? মুখ খুললেন নাগার্জুন