Samantha Naga Divorce Updates: কবে থেকে সামান্থা-নাগার মধ্যে সমস্যা শুরু? মুখ খুললেন নাগার্জুন
দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা সামান্থা রথ প্রভুর সঙ্গে নাগা চৈতন্যর বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই কারণ হিসেবে নানা কিছু উঠে আসে। কিন্তু কবে থেকে দুই তারকার বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়? মুখ খুললেন নাগার্জুন।
মুম্বই: গত বছর অক্টোবরে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন দক্ষিণী তারকা সামান্থা রথ প্রভু (Samantha Ruth Prabhu) এবং নাগা চৈতন্য (Chay Akkineni)। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'আমাদের সমস্ত শুভাকাঙ্খীদের উদ্দেশে জানাতে চাই, অনেক চিন্তা ভাবনার পর আমরা স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে নিজেদের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। আমরা খুবই ভাগ্যবান যে এতগুলো দিন আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। আর আমরা বিশ্বাস করি যে আমাদের মধ্যে এই বন্ধুত্বের সম্পর্ক থাকবে। অনুরাগী, শুভাকাঙ্খী এবং সংবাদমাধ্যমের কাছে অনুরোধ জানাচ্ছি, এই কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার জন্য।' কিন্তু কবে থেকে দুই তারকার বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়? মুখ খুললেন নাগার্জুন (Nagarjuna)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা রথ প্রভু এবং নাগা চৈতন্যর মধ্যে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেন নাগার্জুন। জানান, গত বছরের শুরুর দিক থেকেই তারকা দম্পতির বিবাহিত জীবনে সমস্যা দেখা দেয়। তিনি জানান, অভিনেত্রী সামান্থাই প্রথম নাগা চৈতন্যর কাছে বিবাহবিচ্ছেদ চান। নাগার্জুন বলেন, 'নাগা চৈতন্য সামান্থার বিবাহবিচ্ছেদের চাহিদা মেনে নেয়। কিন্তু ও আমার জন্য খুব চিন্তায় ছিল।'
আরও পড়ুন - Bollywood Film Updates: অস্ট্রেলিয়ায় নজরকাড়া বক্স অফিস কালেকশন 'সূর্যবংশী' এবং 'এইট্টি থ্রি'র
দক্ষিণী ছবির সুপারস্টার নাগার্জুন আরও বলেন, 'ও আমাকে অনেক করে বুঝিয়েছিল। আমার জন্য খুব চিন্তাতেও ছিল। ওদের চার বছর বিবাহিত সম্পর্ক ছিল। কোনও সমস্যা আসেনি। কিন্তু গত বছরের শুরু থেকে ওদের মধ্যে সমস্যা শুরু হয়। ওরা দুজনেই আমার খুবই কাছের। ২০২১-এর নিউ ইয়ার সেলিব্রেশনও দুজনে একসঙ্গে করে। ওর পরই ওদের মধ্যে সমস্যা তৈরি হয়।'
প্রসঙ্গত, দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা সামান্থা রথ প্রভুর সঙ্গে নাগা চৈতন্যর বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই কারণ হিসেবে নানা কিছু উঠে আসে। শোনা যায়, বিয়ের পর সামান্থার বোল্ড দৃশ্যে অভিনয় মেনে নিতে পারেননি নাগার্জুনের পরিবার। তা নিয়েই সমস্যা দেখা দেয় অভিনেত্রীর সঙ্গে। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি কোনও পক্ষই। পাশাপাশি সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে বিবাহবিচ্ছেদের পোস্টটি মুছে দেন সামান্থা। এমন ঘটনায় নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক আবার ঠিক হতে চলেছে বলে মনে করছেন অনুরাগীরা।