Mouni Roy Wedding: বিয়ে সারলেন মৌনী রায়, ছবি ভাইরাল নেট মাধ্যমে
গতকাল থেকেই মৌনী রায়ের বিয়ের নানা অনুষ্ঠান শুরু হয়েছে। যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। বলিউডের বেশ কিছু তারকা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মৌনী রায়ের মেহেন্দি থেকে গায়ে হলুদের ছবি শেয়ার করেছেন।
![Mouni Roy Wedding: বিয়ে সারলেন মৌনী রায়, ছবি ভাইরাল নেট মাধ্যমে Mouni Roy Gets Married To Suraj Nambiar In Goa In Tradational South-Indian Wedding Mouni Roy Wedding: বিয়ে সারলেন মৌনী রায়, ছবি ভাইরাল নেট মাধ্যমে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/27/6136813fa3f0eccae62b6299ef98cb63_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: প্রেমিক সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। বেশ কিছুদিন ধরেই তাঁর বিয়ের (Mouni Roy Wedding) গুঞ্জন শোনা যাচ্ছিল। জানা যাচ্ছিল, গোয়ায় শুভপরিণয় সম্পন্ন হবে বাঙালি কন্যার। অবশেষে সেই মুহূর্ত উপস্থিত। বিয়ে সারলেন মৌনী রায় ও তাঁর প্রেমিকা সূরজ নাম্বিয়ার। গোয়ায় দক্ষিণ ভারতের রীতি অনুযায়ী বিয়ে করলেন অভিনেত্রী। বিয়ের ছবি অভিনেত্রী নিজে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে না শেয়ার করলেও নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
গতকাল থেকেই মৌনী রায়ের বিয়ের নানা অনুষ্ঠান শুরু হয়েছে। যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। বলিউডের বেশ কিছু তারকা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মৌনী রায়ের মেহেন্দি থেকে গায়ে হলুদের ছবি শেয়ার করেছেন। হলুদ পোশাকে অভিনেত্রী মোহময়ী হয়ে উঠেছিলেন। ছোট পর্দার জনপ্রিয় তারকা অর্জুন বিজলানি থেকে অভিনেত্রী মন্দিরা বেদি 'নাগিন' অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠানের নানা ছবি শেয়ার করেছেন।
আরও পড়ুন - Samantha Naga Divorce Updates: কবে থেকে সামান্থা-নাগার মধ্যে সমস্যা শুরু? মুখ খুললেন নাগার্জুন
এদিন নেট মাধ্যমে মৌনী রায়ের বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দক্ষিণ ভারতের বিয়ের সাজে দেখা যাচ্ছে বর-কনেকে। লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, মৌনী রায়কে শেষবার দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মের ছবি 'লন্ডন কনফিডেন্সিয়াল'-এ। ২০২০-র সেপ্টেম্বরে মুক্তি পায় সেই ছবি। ছোট পর্দা থেকে উঠে আসা মৌনী রায় নিজেকে ধারাবাহিকের চরিত্রেই সীমাবদ্ধ রাখেননি। বরং কাজ করেছেন বেশ কয়েকটি ছবিতে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন. ডিম্পল কাপাডিয়ার মতো অভিনেতাদের।
আগে শোনা গিয়েছিল, বিয়ের জন্য বিদেশের কোথাও উড়ে যেতে পারেন মৌনী রায়। অন্যান্য বলি তারকাদের মতে ইতালিতে বিয়ে সারতেন পারে বলে শোনা গিয়েছিল। কিন্তু পরে জানা যায়, বিদেশ নয়, দেশের মাটিতেই বিয়ে করবেন মৌনী রায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)