'Emergency': কঙ্গনার 'ইমার্জেন্সি'তে পুপুল জয়াকরের ভূমিকায় মহিমা চৌধুরী, প্রকাশ্যে লুক
Mahima Chaudhry: মহিমা চৌধুরীর কথায়, 'কঙ্গনার সঙ্গে কাজ করা একটা অভিজ্ঞতা বটে কারণ ও একইসঙ্গে এতগুলো দিক সামলায়, তাও সাবলীলভাবে। এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র পর্দায় আনছে কঙ্গনা।'
নয়াদিল্লি: প্রথম টিজার প্রকাশেই নজর কেড়েছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) 'ইমার্জেন্সি' (Emergency)। এরপর একে একে ছবির বিভিন্ন চরিত্রের লুকও বেশ চর্চা উঠে এসেছে। ইন্দিরা গাঁধীর চরিত্রে কঙ্গনাকে বেশ মানিয়েছে বলেই মত দর্শকদের। এরই মধ্যে প্রকাশ্যে এল ছবির আরও এক চরিত্রের লুক ও অভিনেত্রীর নাম। ছবিতে পুপুল জয়াকরের (Pupul Jayakar) ভূমিকায় অভিনয় করবেন মহিমা চৌধুরী (Mahima Chaudhry)। প্রকাশ্যে তাঁর ক্যারেক্টার পোস্টার।
'ইমার্জেন্সি' ছবিতে মহিমা
কঙ্গনা রানাউত অভিনীত ও পরিচালিত 'ইমার্জেন্সি' ছবিতে ইন্দিরা গাঁধীর চরিত্রে তাঁকেই দেখা যাবে। সেই সঙ্গে বিপ্লবী নেতা জে পি নারায়ণের ভূমিকায় অনুপম খের ও রাজনীতিক অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে শ্রেয়স তলপড়েকে দেখা যাবে। এবার প্রকাশ্যে এল আরও এক চরিত্র। তৎকালীন লেখিকা পুপুল জয়াকরের ভূমিকায় দেখা যাবে মহিমা চৌধুরীকে।
এই চরিত্র সম্পর্কে কঙ্গনা বলেন, 'পুপুল জয়াকর সেই সময়ের একজন বিখ্যাত লেখিকা, যিনি ইন্দিরা গাঁধীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তাঁর আত্মজীবনীও লিখেছিলেন। তাঁর কাছে সমস্ত গোপন কথা বলতেন ইন্দিরা গাঁধী। যদি ছবির কোনও একটি সূত্র থাকে যা মানুষের সঙ্গে মিসেস গাঁধীর অন্তরালকে যুক্ত করতে পারে তা হল পুপুল জয়াকরের চরিত্র। ফলে এই ছবিতে তাঁর চরিত্রটা অত্যন্ত জরুরি।'
View this post on Instagram
মহিমা চৌধুরীর কথায়, 'কঙ্গনার সঙ্গে কাজ করা একটা অভিজ্ঞতা বটে কারণ ও একইসঙ্গে এতগুলো দিক সামলায়, তাও সাবলীলভাবে। এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র পর্দায় আনছে কঙ্গনা। নিজে পরিচালনা করছেন, প্রযোজনাও করছেন। ও নিজে এত আত্মবিশ্বাসী যে তা দেখে আমিও অনুপ্রাণিত হই।'
আরও পড়ুন: Sonam Kapoor Anand Baby: মা হলেন সোনম কপূর, জন্ম দিলেন পুত্র সন্তানের
কঙ্গনার 'মণিকর্ণিকা ফিল্মস'-এর প্রযোজনায় আসছে 'ইমার্জেন্সি'। লিখেছেন ও পরিচালনা করছেন কঙ্গনা। রেণু পিত্তি ও কঙ্গনার যৌথ প্রযোজনা। সংলাপ ও স্ক্রিনপ্লে লিখেছেন রীতেশ শাহ।