Sonam Kapoor Anand Baby: মা হলেন সোনম কপূর, জন্ম দিলেন পুত্র সন্তানের
Sonam Kapoor Becomes Mother: পুত্র সন্তানের জন্ম দিলেন বলিউড তারকা সোনম কপূর আহুজা।

নয়াদিল্লি: মা হলেন সোনম কপূর (Sonam Kapoor)। সোনম ও আনন্দ আহুজার (Anand Ahuja) বাড়িতে এল নতুন সদস্য। পুত্র সন্তানের (baby boy) জন্ম দিলেন সোনম।
মা হলে সোনম কপূর আহুজা
চলতি বছরের মার্চ মাসে ঘোষণা করেন অভিনেত্রী। বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য। স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শ্যুটের ছবি পোস্ট করে অভিনেত্রী মাতৃত্বের কথা ঘোষণা করেন তিনি। ছবিতে স্পষ্ট ছিল তাঁর 'বেবি বাম্প'। এরপর একাধিক ফটোশ্যুটে সোনমের মাতৃত্বকালীন ঔজ্জ্বল্য নজর কেড়েছে সকলের। তারপর আজ, ২০ অগাস্ট এল সুখবর। আহুজা পরিবারে হাজির নতুন সদস্য।
এই সুখবর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনম কপূর। পোস্ট করে সোনম ও আনন্দ লেখেন, '২০.০৮.২০২২ তারিখে, আমরা নত মস্তকে এবং খোলা হৃদয়ে আমাদের সদ্যোজাত পুত্র সন্তানকে স্বাগত জানাই। প্রত্যেক ডাক্তার, নার্স, বন্ধু এবং পরিবার যাঁরা আমাদের এই সফরে সঙ্গী ছিলেন তাঁদের ধন্যবাদ। এই সবে শুরু কিন্তু আমরা জানি যে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল।' তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন নীতু কপূর।
View this post on Instagram
প্রসঙ্গত, দিন কয়েক আগে কর্ণ জোহরের জনপ্রিয় টকশো 'কফি উইথ কর্ণ সিজন ৭'-এ এসেছিলেন সোনম কপূর। সঙ্গী ছিলেন তাঁর ভাই ও অভিনেতা অর্জুন কপূর। সেখানেও তাঁর 'প্রেগন্যান্সি গ্লো' চোখে পড়ে। সোনম ও আনন্দের জীবনের নয়া অধ্যায়ের জন্য রইল শুভেচ্ছা।
মাতৃত্বের খবর প্রকাশ্যে আনার কিছুদিনের মধ্যেই বিদেশের বাড়ি থেকে আহুজা দম্পতি ফিরে আসেন মুম্বইয়ে। সেখানেই তাঁর সাধের অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কিন্তু আচমকা বাতিল হয়ে যায় জুলাই মাসের মাঝামাঝি হওয়ার কথা সেই অনুষ্ঠান। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, মুম্বইয়ের বাড়িতে সোনম কপূরের সাধের অনুষ্ঠানের (Sonam Kapoor Baby Shower) আয়োজন করা হয়েছিল। পরিবার, বন্ধুদের উপস্থিত থাকার কথা ছিল সেই অনুষ্ঠানে। কিন্তু জানা যায়, সেই অনুষ্ঠান আচমকা বাতিল করা হয়েছে। এর কারণ হিসেবে জানা যায়, সেই সময়ে দেশে ফের বাড়তে শুরু করেছিল করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণের হার। মুম্বই-সহ দেশের বিভিন্ন প্রান্তে ফের চোখ রাঙাতে শুরু করে করোনা (Covid19) অতিমারির সংক্রমণ। আর সেই কারণেই মূলত বাতিল করা হয় সোনম কপূরের সাধ ভক্ষণের অনুষ্ঠান।
আরও পড়ুন: Bipasha Basu Pregnancy: সন্তানসম্ভবা জানতে পেরেই কর্ণকে নিয়ে মায়ের কাছে ছুটে গিয়েছিলেন বিপাশা
সম্প্রতি কর্ণ জোহরের অনুষ্ঠানে এসে বি টাউনের বেশ কয়েকজন নায়িকাকে 'আন্ডাররেটেড' বলেন সোনম কপূর। নাম উল্লেখ করেন ভূমি পেডনেকর, কিয়ারা আডবাণী এবং কৃতী শ্যাননের। সোনমের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই অর্জুন কপূর বলে ওঠেন যে, 'কিয়ারা মোটেই আন্ডাররেটেড নন। বরং, বেশ 'ওয়েল রেটেড'। দুই তারকার এই কথপোকথনে হাসির রোল ওঠে।






















