Mahira Khan: ভারতে নিষিদ্ধ, ফের বলিউড ছবিতে নিজেকে দেখতে চান? সাফ জবাব দিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা
Mahira Khan News: সম্প্রতি মাহিরা খান একটি ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভারতে নিষিদ্ধ হওয়ার পরেও ফের তিনি নিজেকে বলিউড ছবিতে দেখতে চান কি না?

কলকাতা: কাশ্মীরের পহেলগাঁও-তে হামলার পরে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সমস্ত পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীকে নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের অ্যাকাউন্ট। অনেক অভিনেতা অভিনেত্রীদের অভিনীত ছবি ও ভারতে মুক্তি পেতে দেওয়া হয়নি। নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। আর এবার, এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)। পাকিস্তানের এই অভিনেত্রী কাজ করেছেন বলিউডে। কাজ করেছেন শাহরুখের ছবিতেও। তবে বর্তমানে ভারতে নিষিদ্ধ এই অভিনেত্রী।
ভারতে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মাহিরা খান
সম্প্রতি মাহিরা খান একটি ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভারতে নিষিদ্ধ হওয়ার পরেও ফের তিনি নিজেকে বলিউড ছবিতে দেখতে চান কি না? উত্তরে মাহিরা বলেন, ' আমার মনে হয়, এবার আমাদের নিজেদের দেশের বিনোদন ইন্ডাস্ট্রির দিকে মন দেওয়া উচিত। পাকিস্তানের চলচ্চিত্র জগৎকে আরও মজবুত করে দেখতে চাই আমি।' ভারতে নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে মাহিরা বলেন, 'আমি বয়কট সংস্কৃতিতে বিশ্বাস করি না। কেবল সিনেমার ক্ষেত্রে নয়, এটা আমি সমস্ত ক্ষেত্রের কথাই বলছি। কোনও কিছুকে নিষিদ্ধ করার পক্ষে আমি কখনোই নই। তবে আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের দেশকে ভালবাসি। আমাদের দেশের কোনও ক্ষতি হলে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। সেটাই স্বাভাবিক।'
মাহিরা আরও বলেন, তিনি ভারতে নিষিদ্ধ হওয়া নিয়ে আর ভাবতে চান না। এবার তিনি চান পাকিস্তানের চলচ্চিত্র জগৎ আরও শক্তিশালী হয়ে উঠুক। নিজের দেশের ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চান তিনি। মাহিরার কথায়, 'আমাদের চেষ্টা করা উচিত, নিজের দেশ যাতে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও বেশি বিনিয়োগ করে। যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। তবেই উপকার হবে।'
প্রসঙ্গত, এর আগে শাহরুখ খানের 'রইস' ছবিতে অভিনয় করেছিলেন মাহিরা খান। সেই ছবিতে তাঁর অভিনয় ভারতীয় দর্শকেরা খুবই পছন্দ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় মাহিরার ফলোয়ার্স ও প্রচুর ছিল। তবে বর্তমানে ভারতে বসে আর মাহিরার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখা যায় না। তা নিষিদ্ধ করে দিয়েছে ভারত সরকার।
View this post on Instagram






















