এক্সপ্লোর
Advertisement
অর্জুন কপূরের সঙ্গে বিয়ের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মালাইকা অরোরা
একইসঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনাও জোরদার হয়েছে। এমনকি খুব শীঘ্রই তাঁরা বিয়ে করতে পারেন বলেও জল্পনা চলছে। কোনও কোনও মহলে তো দাবি করা হয়েছে, আগামী ১৯ এপ্রিল বিয়েটা সেরে ফেলতে পারেন অর্জুন ও মালাইকা।
নয়াদিল্লি: টিনসেল টাউনে এখন মালাইকা অরোরা ও অর্জুন কাপূরের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। বলিউডের দুই তারকাই অবশ্য তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। তবে তাঁদের মাঝেমধ্যেই একে অপরের সঙ্গে দেখা যায়। ডিনার ডেট থেকে বলিউডের পার্টি- মালাইকা ও অর্জুনকে বারেবারেই একসঙ্গে দেখা গিয়েছে। একইসঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনাও জোরদার হয়েছে। এমনকি খুব শীঘ্রই তাঁরা বিয়ে করতে পারেন বলেও জল্পনা চলছে। কোনও কোনও মহলে তো দাবি করা হয়েছে, আগামী ১৯ এপ্রিল বিয়েটা সেরে ফেলতে পারেন অর্জুন ও মালাইকা।
সম্প্রতি ‘ছাঁইয়া ছাঁইয়া’ গার্ল তাঁর বান্ধবীদের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে অর্জুনও নাকি যোগ দিয়েছিলেন বলে গুঞ্জন শোনা যায়।
এবার তাঁদের বিয়ের জল্পনা নিয়ে মুখ খুললেন মালাইকা। তিনি এই জল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন। একটি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মালাইকা জানিয়ে দিয়েছেন, এই জল্পনার কোনও সত্যতা নেই।
অর্জুনের বাবা বনি কপূর এর আগেই ছেলের বিয়ের জল্পনা খারিজ করে দিয়েছেন। ‘পানিপত’ তারকাও এই জল্পনার প্রতিক্রিয়ায় বলেছিবেন, কিছু যদি ঘটে তা সবাই জানতে পারবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement