Moving In With Malaika: সমালোচকরা নন, মালাইকার 'ছোট' পোশাকের দিকে আঙুল তুললেন তাঁর আপনজন
Malaika Arora: এবার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ঘটল। কোনও সমালোচক নন, বরং, নিজের ছেলেই আঙুল তুলল মালাইকার পোশাকের দিকে।
মুম্বই: নিজের শো 'মুভিং ইন উইত মালাইকা'তে (Moving In With Malaika) ব্যক্তিগত থেকে পেশাগত জীবনের নানা দিক তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। একাধিক তারকার সঙ্গে কথপোকথনে উঠে এসেছ তাঁর জীবনের নানা ওঠা পড়ার দিক। বহু সময়ই প্রশ্ন উঠেছে মালাইকা অরোরার পোশাককে কেন্দ্র করে। যদিও কোনও ট্রোলকেই পাত্তা দেন না অভিনেত্রী। বরং, নিজের জীবন নিজের শর্তে বাঁচেন। তবে, এবার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ঘটল। কোনও সমালোচক নন, বরং, নিজের ছেলেই আঙুল তুলল মালাইকার পোশাকের দিকে।
">
মালাইকা অরোরার পোশাক নিয়ে কী বললেন তাঁর ছেলে?
সম্প্রতি 'মুভিং ইন উইথ মালাইকা'র এপিসোডে হাজির থাকতে দেখা গিয়েছিল, বোন অমৃতা, মা এবং ছেলে আরহানকে। সকলে বসে কথা বলতে বলতে লাঞ্চ করছিলেন। যে মালাইকার ফ্যাশন সেন্স এবং স্টাইল স্টেটমেন্ট জনপ্রিয়, তাঁকে নিয়েই এবার কার্যত মজা করলেন তাঁর ছেলে। স্পষ্ট বোঝা গেল, মায়ের পোশাকে তিনি খুশি নন একেবারেই। 'মুভিং ইন উইত মালাইকা'র সাম্প্রতিক এপিসোডে অভিনেত্রীকে দেখা গিয়েছে একটি গ্ল্যামারাস ক্রপ টপে। আর এই পোশাককেই টেবিলের ন্যাপকিনের সঙ্গে তুলনা করলেন ছেলে আরহান। শুধু তাই নয়, মালাইকাকে দেখতে জেলের কয়েদীদের মতো লাগছে বলেও মন্তব্য তাঁর।
">
আরও পড়ুন - Besharam Rang Row: 'শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারব', মৃত্যু হুমকি পেলেন কিং খান