![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Malaika On Arjun's Birthday: প্যারিসের নিভৃত উপকন্ঠে মালাইকার প্রেম মেখে অর্জুনের জন্মদিন উদযাপন
Malaika Arora On Arjun Kapoor's Birthday: মালাইকা আর অর্জুনের প্রেম এখন বিটাউনের চর্চার বিষয়। সোশ্যাল মিডিয়ায় সদ্য অর্জুনের সঙ্গে কাটানো সময়ের ছবি শেয়ার করে নিয়েছেন মালাইকা
![Malaika On Arjun's Birthday: প্যারিসের নিভৃত উপকন্ঠে মালাইকার প্রেম মেখে অর্জুনের জন্মদিন উদযাপন Malaika On Arjun's Birthday: Malaika Arora Spending Arjun Kapoor's Birthday at Paris Malaika On Arjun's Birthday: প্যারিসের নিভৃত উপকন্ঠে মালাইকার প্রেম মেখে অর্জুনের জন্মদিন উদযাপন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/26/17918d34ac118f585fe715c711ac4593_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আজ প্রিয় মানুষের জন্মদিন। বিশেষ দিনটা কাটাতে তাই বিশেষ পরিকল্পনা করেছিলেন বলিউডের নায়িকা। মালাইকা অরোরা (Malaika Arora)। প্রেমিক বার্থ ডে বয় (Birthday Boy) অর্জুন কপূর (Arjun Kapoor)-কে নিয়ে মালাইকা উড়ে গিয়েছেন প্রেমের শহর, প্যারিসে। নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে ঝলমল করলে মেঘলা দিনে প্যারিসে প্রেমমাখা ছবি।
মালাইকা আর অর্জুনের প্রেম এখন বিটাউনের চর্চার বিষয়। সোশ্যাল মিডিয়ায় সদ্য অর্জুনের সঙ্গে কাটানো সময়ের ছবি শেয়ার করে নিয়েছেন মালাইকা। সেখানে দেখা যাচ্ছে অর্জুনের মুখে কখনও খাবার তুলে দিচ্ছেন মালাইকা। আর সেই খাবার খেয়ে মুগ্ধ অর্জুন। কখনও আবার রেস্তোরাঁর মোমবাতির আলোয় প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট শেয়ার করে মালাইকা লিখেছেন, 'আমার ভালোবাসা, প্রার্থনা করে নাও। তোমার সমস্ত ইচ্ছা আর স্বপ্নপূরণ হোক। শুভ জন্মদিন।'
এদিকে আজকের দিনটা প্যারিসের উপকণ্ঠে নিরিবিলি ছুটি কাটাচ্ছেন তারকা জুটি। ইনস্টাগ্রাম স্টোরিতে সেখান থেকেই ভাগ করে নিয়েছেন ছবি। কখনও প্যারিসের রাস্তায় লাফিয়ে বেড়াচ্ছেন অর্জুন। কখনও আবার একফ্রেমে ধরা দিয়েছেন প্রেমিক জুটি। জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে অর্জুনের সঙ্গে সেই ছবি ভাগ করে নিয়েছেন মালাইকা।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, মালাইকা অরোরার আগে অর্জুন কপূর সম্পর্কে ছিলেন সলমন খানের (Salman Khan) বোন অর্পিতা খানের (Arpita Khan) সঙ্গে। তাঁদের একসঙ্গে বহু ছবি বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। প্রধানত টিন এজ বয়সে একে অপরের সঙ্গে প্রায় ২ বছর সম্পর্কে ছিলেন অর্জুন ও অর্পিতা। জানা যায়, এই সম্পর্কের কথা জানতেন খোদ সলমন খানও। কিন্তু কোনও কারণবশত তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু তার জন্য কেউ কাউকে দোষারোপ করেননি কখনও। বর্তমানে দুজনেই নিজের নিজের জীবনে ব্যস্ত এবং খুশি। সলমন খানের সঙ্গে অর্জুনের সম্পর্কও চোখে পড়ার মতো। জানা যায়, অর্জুনের মা যখন মৃত্যুশয্যায়, তখন সলমনের কাছে তিনি ছেলের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)