এক্সপ্লোর
মালয়ালম অভিনেত্রী ভাবনাকে অপহরণ করে শ্লীলতাহানি, অভিযুক্তরা ফেরার

কোচি: মালয়ালম ছবির অভিনেত্রী ভাবনাকে অপহরণ করে শ্লীলতাহানি করল অজ্ঞাতপরিচয় জনাকয়েক দুষ্কৃতী। একজন অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, বাকিরা ফেরার। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ একদল লোক কোচি শহরে অভিনেত্রী ভাবনার গাড়িতে চড়াও হয়। গাড়ির চালক মার্টিনকে ঠেলে ফেলে দিয়ে ভাবনার ওপর চড়াও হয় তারা। গাড়িতে তাঁকে আটকে রেখে ঘণ্টাদেড়েক শহরের নানা জায়গায় টহল দেয়। অভিনেত্রীর শ্লীলতাহানি করে, তাঁর নানা ছবি ও ভিডিও তোলে। তারপর পালারিভাত্তম এলাকায় তাঁকে ফেলে চম্পট দেয় তারা। নায়িকা গাড়ি চালিয়ে কাছাকাছি থাকা এক প্রযোজকের বাড়ি আসেন। তাঁর অভিযোগ, তাঁর প্রাক্তন গাড়ি চালক এই ঘটনায় যুক্ত। জানা যাচ্ছে, ভাবনার এখনকার গাড়ি চালক মার্টিনেরও এতে হাত থাকতে পারে। সে তার সাঙ্গোপাঙ্গোদের নিয়ে আগে থেকে ছক কষে এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। তবে মূল সন্দেহভাজন ভাবনার প্রাক্তন গাড়ি চালক সুনীলকুমার। সে অবশ্য এখনও ফেরার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















