Mamta Kulkarni: মহামন্ডলেশ্বর পদ থেকে ইস্তফা মমতা কুলকার্নির, বললেন, 'সাধ্বীই ছিলাম, তাই থাকব'
Mamta Kulkarni News Update: আজ সোশ্যাল মিডিয়ায় এসে মমতা কুলকার্নি বলেন, 'আমি মহামণ্ডলেশ্বর পদ থেকে ইস্তফা দিচ্ছি'

কলকাতা: মহামণ্ডলেশ্বর পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। তার সন্ন্যাসগ্রহণ করা নিয়ে, মহামন্ডলেশ্বর হওয়া নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। অবশেষে সোশ্যাল মিডিয়ায় এসে, ভিডিও করে সেই পদ থেকে ইস্তফা দিলেন মমতা কুলকার্নি। তবে তিনি যে সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনি সেই পদ থেকে সরবেন না, তাও স্পষ্ট করে জানিয়ে দেন মমতা।
আজ সোশ্যাল মিডিয়ায় এসে মমতা কুলকার্নি বলেন, 'আমি মহামণ্ডলেশ্বর পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমায় নিয়ে কিন্নর আখাড়া আর অন্য আরও একটি আখাড়ার মধ্যে সমস্যা তৈরি হয়েছে। আমি ২৫ বছর ধরে একজন সাধ্বী ছিলাম। এখনও তাই থাকব। আমি মহামন্ডলেশ্বের সম্মান পেয়েছিলাম। এই সম্মান এমন একটা সম্মান যে ধরুন কেউ ২৫ বছর ধরে সাঁতার কাটছে। তাঁকে ২৫ বছর পরে বলা হল, তুমি এবার যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা সাঁতার কাটতে আসবে তাঁদের শিক্ষা দাও। কিন্তু আমায় মহামন্ডলেশ্বর উপাধি দেওয়া কিছু কিছু জনের ভীষণ আপত্তিজনক বলে মনে হয়েছে। আমি ২৫ বছর বলিউড থেকে দূরে ছিলাম। গায়েব হয়ে গিয়েছিলাম সমস্ত লাইমলাইট থেকে। নাহলে ভাবুন তো, মেকআপ থেকে, বলিউডের লাইমলাইট থেকে কেই বা দূরে থাকতে চায়? আমার অনেক বিষয় নিয়েই মানুষের অনেক রকমের প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু ঈশ্বর তো সমস্ত অলঙ্কার পরেই, নারায়ণ তো সব অলঙ্কার, সাজসজ্জা পরেই ঈশ্বর হয়েছেন। আমি শুনেছি শংকর আচার্য বলেছেন, দুই কিন্নর আখাড়ার মধ্যে বেচারি মমতা ফেঁসে গিয়েছে। অনেকের অনেক সমস্যা হয়েছে। আর এই সমস্ত দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি.. আমার যে গুরু, যার সান্নিধ্যে আমি ২৫ বছর তপস্যা করেছি, কোনও কৈলাস, কোনও মানস সরোবর, কোনও হিমালয়ে যাওয়ার দরকার পড়েনি আমার। আমার গুরুর তুল্য় আমি কাউকে দেখি না।'
সোশ্যাল মিডিয়ায় মমতা কুলকার্নির এই সিদ্ধান্ত নিয়েও চলছে জোর তরজা। কেন মমতা কুলকার্নি তবে এই পদ গ্রহণ করেছিলেন তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন।
View this post on Instagram






















