এক্সপ্লোর
ছবিতে দেখুন, ‘মর্দানি টু’-এর সাফল্যের পর শিরডি সাঁইবাবার মন্দিরে রানি
‘মরদানি টু’ মুক্তির পর বেশ সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মধ্যে। প্রশংসিত হয়েছে চলচ্চিত্র সমালোচক মহলেও। প্রথম উইকএন্ডেই রানি মুখোপাধ্যায়ের ছবির রোজগার ১৮.১৫ কোটি।

নয়াদিল্লি: ‘মরদানি টু’ মুক্তির পর বেশ সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মধ্যে। প্রশংসিত হয়েছে চলচ্চিত্র সমালোচক মহলেও। প্রথম উইকএন্ডেই রানি মুখোপাধ্যায়ের ছবির রোজগার ১৮.১৫ কোটি। ছবির প্রাথমিক সাফল্যের পরই শিরডি সাঁইবাবার মন্দিরে প্রার্থনায় যোগ দিলেন রানি মুখোপাধ্যায়। সেই ছবি নজর কেড়েছে নেটিজেনদের।
ছবিতে রানি মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে একমনে প্রণাম করতে। কালো-সাদা পোশাকে রানি অনুরাগীদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। প্রার্থনা জানানোর পর নারী নির্যাতনের বিরুদ্ধে এক আলোচনাসভায় যোগ দেন রানি।
২০১৪য় মুক্তি পায় রানির ‘মর্দানি’। সাহসী পুলিশ অফিসারের চরিত্রে নারী পাচারকারীদের বিরুদ্ধে লড়তে দেখা যায় তাঁকে। তারপর থেকেই অফিসার শিবানী শিবাজী রায়কে ফের একবার পর্দায় দেখার ছিলেন সিনেপ্রেমীরা। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















