Merry Christmas : মুক্তি পেল বিজয় সেতুপতি ও ক্যাটরিনা অভিনীত ‘মেরি ক্রিসমাসে’র ট্রেলর
Merry Christmas Trailer Out: প্রথমবার এক ফ্রেমে বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ, মুক্তি পেল ‘মেরি ক্রিসমাসে’র ট্রেলর
মুম্বই: মায়াবী শহরে একা থাকতে চেয়ে পুরোটাই একাকী। আচমকা কাউকে পেয়ে যাওয়া। ভাল লাগা। এক সঙ্গে ক্রিসমাস কাটানোর মধ্য দিয়েই প্রোপোজ। কোলাপসিবল দেওয়া লিফটে অন্তরঙ্গ মুহূর্ত। প্রেম-পিয়ানো-ক্রাইম। মুক্তি পেল ‘মেরি ক্রিসমাসে’র ট্রেলর ( Merry Christmas Trailer Out)।
প্রথমবার এক ফ্রেমে বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ
প্রথমবার এক ফ্রেমে বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ (Vijay Sethupathi and Katrina Kaif )। ছবির ঘোষণার পর থেকেই অপেক্ষায় অনুরাগীর দল। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবির ট্রেলর আরও বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। 'মেরি ক্রিসমাস' ছবির হিন্দি সংস্করণে দেখা যাবে সঞ্জয় কপূর, বিনয় পাঠক, প্রতিমা কন্নন ও টিনু আনন্দকে। অপরদিকে ছবি তামিল সংস্করণে ওই একই চরিত্রগুলিতে দেখা যাবে রাধিকা শরৎকুমার, সনমুগরজা, কেভিন জয় বাবু ও রাজেশ উইলিয়ামসকে। এছাড়াও ছবিতে ডেবিউ করবে শিশুশিল্পী পরী।
View this post on Instagram
বছর শেষের মাসে একের পর এক ছবি উপহার বলিউডের
প্রসঙ্গত, বছর শেষের মাসে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ছবি অ্যানিম্যাল। এদিকে শাহরুখের ডাঙ্কি ছবি নিয়ে রীতিমত উৎসাহ কলকাতা-সহ গোটাদেশেই। শাহরুখ খানের কলকাতার বিভিন্ন ফ্যান ক্লাবের তরফে ফাস্ট ডে ফাস্ট শোয়ের টিকিট কেনার জন্য ইতিমধ্যেই হুড়োহুড়ি শুরু হয়েছে। আর সেই অগ্রিম টিকিট বুকিং খুলতেই এরপরে মিষ্টিমুখে মেতে ওঠেন শাহরুখ ভক্তরা। 'আমরা তোমাকে ভালবাসি', ব্যানার বানিয়ে নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে উদযাপন করেন অনুরাগীর দল।
আরও পড়ুন, ছাড়া পেলেন শ্রেয়স, কতটা সুস্থ অভিনেতা ?
সাম্প্রতিককালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক এই গ্রাফ তুলতে সময় লেগেছিল ১৩ দিন। সেখানে গদর ২ এই অঙ্ক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেকের ক্ষেত্রে কখনই সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আয়ের অঙ্কটা। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'ডাঙ্কি।' একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পাবে প্রভাসের 'সালার।' স্বাভাবিকভাবেই বাইশ তারিখের পর বক্সঅফিসে লংরানে যেতে রীতিমত লড়াই করতে হবে রণবীরের 'অ্যানিম্যাল'-কেও।
View this post on Instagram