Mimi Chakraborty: 'রক্তবীজ ২'-এর প্রথম ঝলকেই ভাইরাল মিমির লুক, দীপিকা, কিয়ারার সঙ্গে তুলনা করল নেটদুনিয়া
Rakrabeej 2: এই ছবি একেবারেই নায়ক নায়িকা ভিত্তিক নয় । ছবির ঝলকে আলাদাভাবে নজর কেড়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস

কলকাতা: মুনির আলম... তাকে নাকি মারা যায় না... একটা মুনিরকে মারলে হাজার হাজার মুনির জন্মাবে । এই বার্তা দিয়েই শেষ হয়েছিল 'রক্তবীজ' (Roktobeej) । আর এবার গল্পের নতুন মোড়, নতুন অধ্যায়... আবার নতুন করে মুনিরকে খোঁজা । আজ মুক্তি পেল 'রক্তবীজ ২'-এর প্রথম ঝলক । আর সেখানেই দেখা গেল, সিনেমায় কী কী চমক থাকছে তার ঝলক । আর তাদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়লেন, মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ।
আজ মুক্তি পেল 'রক্তবীজ ২'-এর প্রথম ঝলক । আর সেখানে একেবারে অ্যাকশন মোডে দেখা গেল আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে । আর তার পাশাপাশি দেখা গেল 'সংযুক্তা' ওরফে মিমি চক্রবর্তীকে । সমুদ্র তীরবর্তী বালিতে নীল বিকিনিতে নজর কাড়লেন মিমি । একঝলকই... তবে তাই যথেষ্ট । মিমির বিকিনি লুককে তুলনা করা হয়েছে দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)-র সঙ্গে । সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল মিমি-র বিকিনি লুক । নেটদুনিয়া বলছে, টলিউডের দীপিকা পাডুকোন, কিয়ারা আডবাণী থাকলে, বলিউডেরও মিমি চক্রবর্তী রয়েছেন ।
এ তো গেল ছবির নায়ক নায়িকার কথা । তবে এই ছবি একেবারেই নায়ক নায়িকা ভিত্তিক নয় । ছবির ঝলকে আলাদাভাবে নজর কেড়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস । নজর কেড়েছেন নুসরত জাহান ও কৌশানী মুখোপাধ্যায় ও । এই ছবিতে ফের একসঙ্গে দেখা যেতে চলেছে মিমি ও নুসরতকে । একটি আইটেম সং-এ দেখা যাবে নুসরতকে । পাশাপাশি তাঁর একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে ।
'রক্তবীজ' ছবিটির প্রথম অধ্যায় যাঁরা দেখেছেন, তারাই জানেন, এই ছবিটির শেষেই ইঙ্গিত ছিল ছবিটার দ্বিতীয় অংশ আসার । ছবির গল্প শেষ হয়নি । রেখে গিয়েছিল ইঙ্গিত এক নতুন শুরুর । সেই থেকেই শুরু হয়েছিল 'রক্তবীজ ২'-এর জল্পনা । আর এবার সেই ছবি আসতে চলেছে বড়পর্দায় । হতে পারে সেই ছবিতেও থাকতে পারে কোনও সত্য ঘটনার ছোঁয়া । ছবিটি মুক্তি পাবে চলতি বছরের দুর্গা পুজোয় ।
View this post on Instagram






















