Monami Ghosh Exclusive: 'ভিটামিন এম'-এর সাফল্য নতুনদের মধ্যে আত্মবিশ্বাস জাগালে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি
Vitamin M Exclusive: 'একটি ইউটিউব চ্যানেলের জন্য এভাবে মিউজিক ভিডিও বানানোর কথা সচরাচর কেউ ভাবে না। এই ভিডিও প্রযোজনাও করেছি আমি।'
কলকাতা: এবার নায়িকা আর নৃত্যশিল্পীর সঙ্গে তিনি গায়িকা, প্রযোজকও। এই খবর আগেই জানিয়েছিলেন তিনি। এবার মুক্তি পেল মনামী ঘোষ (Monami Ghosh)-এর নতুন মিউজিক ভিডিও। বৃহস্পতিবার সন্ধেবেলা মনামীর নিজস্ব ইউটিউব চ্যানেলে (Youtube Channel) মুক্তি পেয়েছে নতুন মিউজিক ভিডিও ভিটামিন এম (Vitamin M)।
কেবল নিজের গান নয়, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকে তাঁর গানের সঙ্গে অনেক রিল ভিডিও শেয়ার করেছেন মনামী। এর একাধিক ভিডিওতে তিনি নিজেও নাচ করেছেন। ক্যামেরার সামনে ও অভ্যস্ত অভিনেত্রী, তবে এই প্রথম একটি আস্ত গান রেকর্ড করেছেন তিনি। গানটি মুক্তি পেয়েছে মনামী ঘোষ ইউটিউব চ্যানেল থেকে।
ঠিক কীভাবে এই মিউজিক ভিডিও তৈরি করার কথা মাথায় এল? এবিপি লাইভকে মনামী বলছেন, 'একটি ইউটিউব চ্যানেলের জন্য এভাবে মিউজিক ভিডিও বানানোর কথা সচরাচর কেউ ভাবে না। এই ভিডিও প্রযোজনাও করেছি আমি। যদি আমাদের এই সংস্থা ভালো চলে তাহলে আগামীদিনে এই প্রযোজনা সংস্থা থেকেই রুপোলি পর্দায় কাজ করতে চায় এমন নতুন মুখেদের তুলে ধরার ইচ্ছা রয়েছে আমাদের। কেবল অভিনয় নয়, গান বা নৃত্যশিল্পেও যাতে অনেকে সুযোগ পায়, সেই প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া ইচ্ছা রয়েছে। আর হ্যাঁ, এই গানটা কোনও বড় ব্যানারে মুক্তি পায়নি। মানুষের কাছে আমি এই বার্তা পৌঁছে দিতে চাই যে কোনও বড় ব্যানার ছাড়াও যদি একটি গান দর্শকদের ভালো লাগতে পারে, তাহলে অনেকেই নিজেদের ট্যালেন্টের কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন নিজেদের মতো করে। তার জন্য কোনও বড় ব্যানারের দরকার নেই। আমায় দেখে যদি আরও পাঁচজন মনে করেন যে তাঁরা তাঁদের ট্যালেন্টকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। '
ভিটামিন এম কেন? একটু হেসে মনামীর উত্তর, মনামীর আদ্যক্ষর এম। এছাড়াও ধরতে পারো এম ফর মিউজিক বা এম ফর মন। ভিটামিন এম হল মন ভালো করার ভিটামিন।