এক্সপ্লোর
৩৪-এ পড়লেন মৌনী রায়, ছুটি কাটাচ্ছেন থাইল্যান্ডে, দেখুন ছবি
গোল্ড-এর পাশাপাশি মৌনীকে দেখা গিয়েছে জন আব্রাহামের রোমিও আকবর ওয়াল্টার ছবিতে।

মুম্বই: ছোট থেকে বড় পর্দায় উত্তরণ ঘটেছে কোচবিহারের মেয়ে মৌনী রায়ের। অক্ষয় কুমারের সঙ্গে তাঁর গোল্ড রীতিমত হিট। ৩৪ বছরে পা দিলেন মৌনী, জন্মদিন উদযাপন করতে চলে গিয়েছেন থাইল্যান্ডে। ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন একের পর এক ছবি।
গোল্ড-এর পাশাপাশি মৌনীকে দেখা গিয়েছে জন আব্রাহামের রোমিও আকবর ওয়াল্টার ছবিতে। এরপর তাঁকে দেখা যাবে রাজকুমার রাওয়ের বিপরীতে, মেড ইন চায়না ছবিতে। বিগ বাজেট ব্রহ্মাস্ত্র-তেও দেখা যাবে তাঁকে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















