(Source: ECI/ABP News/ABP Majha)
Javed Akhtar: জাভেদ আখতারের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ আদালতের, কী বললেন কঙ্গনা?
Kangana Ranaut:৫ অগাস্ট ১০ তম আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল জাভেদ আখতারকে।
কলকাতা: কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ও হৃত্বিক রোশনের দ্বন্দ্ব নতুন কোনও ঘটনা নয়। এপ্রসঙ্গে নাম জড়িয়েছিল লিরিসিস্ট জাভেদ আখতারেরও (Javed Akhtar)। এবার এই ঘটনায় এল নতুন মোড়। 'আপ কি আদালত' অনুষ্ঠানের কঙ্গনা জানিয়েছিলেন যে, জাভেদ আখতার (Javed Akhtar) তাঁকে বলেছিলেন, তিনি যদি হৃতিকের কাছে ক্ষমা না চান তবে রোশানরা তাঁকে জেলে পাঠাবে তখন তার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।
এই ঘটনার পরই কঙ্গনার (Kangana Ranaut) বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেন জাভেদ আখতার (Javed Akhtar)। পাল্টা, কঙ্গনা (Kangana Ranaut) দাবি করেন তাঁকে হৃত্বিকের কাছে ক্ষমা চাইতে বারংবার চাপ দিচ্ছেন জাভেদ আখতার।
এই ঘটনার ভিত্তিতে আখতারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) এবং ৫০৯ (একজন মহিলার শালীনতার অবমাননা) ধারায় অভিযোগ আনা হয়েছিল। আর এবার এই সমস্ত অভিযোগ খারিজ করল আদালত।
উল্লেখ্য়, ৫ অগাস্ট ১০ তম আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে এপ্রসঙ্গে কঙ্গনার কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
আরও পড়ুন...
তাড়াহুড়োয় জল দিয়ে গিলে খাবার খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ, ভালভাবে চিবিয়ে খেলে কী কী উপকার?
কিছুদিন আগে, নীতেশ তিওয়ারির রামায়ণে ভগবান রাম হিসাবে কাস্ট করার জন্য রণবীর কাপুরকে একটি 'চর্মসার সাদা ইঁদুর' উল্লেখ করেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) । আর তাঁকে এবং পরিচালক করণ জোহরকে (Karan Johar) যথাক্রমে 'দুর্যোধন' এবং 'শকুনি' বলে অভিহিত করে আক্রমণ করেছিলেন অভিনেত্রী। তিনি এও বলেন যে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য এই ডুয়োই দায়ী।
তিনি আরও বলেছিলেন, "পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি এটি জানে যে, কর্ণ জোহর ও রণবীর কাপূর সুশান্ত সিং রাজপুতের বিরুদ্ধে একাধিক চক্রান্ত করেছিল ও তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল। তাঁরা আমার বিরুদ্ধে সব ধরনের বাজে গুজব ছড়িয়েছে। তবে আমার ব্য়ক্তিগত জীবন এবং কর্মজীবনে তাঁদের হাতের বাইরে।"
প্রসঙ্গত, কিছুদিন আগে প্রিয়ঙ্কা চোপড়ার হলিউডে পাড়ি দেওয়া নিয়েও বিতর্কিত মন্তব্য় করেছিলেন কঙ্গনা (Kangana Ranaut) । বলিউড কুইন তাঁর ট্য়ুইটারে লিখেছিলেন,'প্রিয়ঙ্কার বিরুদ্ধে দল বানিয়েছিল বলিউডের একাংশ, এঁদের মধ্য়ে অন্য়তম পরিচালক কর্ণ জোহর। প্রিয়ঙ্কাকে একজন স্বপ্রতিষ্ঠিত মহিলাকে এই মানুষগুলো বলিউড ছাড়তে বাধ্য় করেছিল।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন