Cruise Drugs Case: আজ তৃতীয়বার মাদক মামলায় অনন্যাকে জিজ্ঞাসাবাদ করবে এনসিবি
গত বৃহস্পতিবার অনন্যাকে এনসিবি অফিসে ডাকা হয় এবং সেখানে প্রায় ঘণ্টাদুয়েক তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মুম্বই: ক্রুজ ড্রাগস মাদক মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আজ তৃতীয়বার বলিউড অভিনেত্রী তথা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করবে। অনন্যাকে আজ সকাল ১১ টায় ডাকা হয়েছে। এর আগে মাদক মামলায় গ্রেফতার বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে তথাকথিত হোয়াটস্যাপ চ্যাট নিয়ে তাঁর বয়ান নথিভূক্ত করতে গত শুক্রবার টানা দ্বিতীয়দিন এনসিবি অফিসে গিয়েছিলেন। ওই দিন এনসিবি আধিকারিকরা তাঁকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল।
এনসিবি ক্রুজ জাহাজে মাদকের হদিশ মামলার তদন্ত করছে এবং এ ব্যাপারে আরিয়ান সহ ২০ জনকে গ্রেফতার করেছে। তদন্ত চলাকালে আরিয়ান ও অনন্যার মধ্যে হোয়াটস্যাপে কিছু কথোপকথন এনসিবি-র হাতে আসে বলে খবর। এ ব্যাপারে বিস্তারিত জানতে গত বৃহস্পতিবার অনন্যাকে এনসিবি অফিসে ডাকা হয় এবং সেখানে প্রায় ঘণ্টাদুয়েক তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এনসিবি গত বৃহস্পতিবারই অনন্যার ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল।
এনসিবি সূত্রে খবর, ওই চ্যাটে অনন্যা আরিয়ানের সঙ্গে গাঁজা সংক্রান্ত ব্যাপারে কথাবার্তা বলেছিলেন বলে অভিযোগ। ওই চ্যাটে আরিয়ান গাঁজার বন্দোবস্ত করার কথাও বলেছিলেন বলে অভিযোগ। যদিও প্রথম দিনের জিজ্ঞাসাবাদে অনন্যা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। এনসিবি-র পদস্থ আধিকারিক অশোক মুথা জৈন জানিয়েছেন, চলতি তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে থেকে অনন্যাকে সোমবার ফের ডাকা হয়েছে।
অনন্যা আরিয়ানের সঙ্গে তাঁর চ্যাট নিয়ে কিছু জানিয়েছেন কিনা, এই প্রশ্নের উত্তরে জৈন বলেছেন, তদন্ত সংক্রান্ত তথ্য জানানো যায় না। অনন্যাকে জিজ্ঞাসাবাদে মাদক কারবারীদের সম্পর্কে কোনও তথ্য উঠে এসেছে কিনা, এই প্রশ্নের জবাবে ওই আধিকারিক বলেছেন, এ সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই।
সূত্রের খবর, তদন্ত চলাকালে আরিয়ানের সঙ্গে অনন্যার হোয়াটস্যাপ চ্যাট এনসিবি-র হাতে আসে। এ বিষয়ে বিস্তারিত জানতেই অনন্যাকে ডেকে পাঠানো হয়েছিল।