Kapil Sharma: কপিল শর্মাকে হুমকি ফোন করে মোটা অঙ্কের টাকা দাবি, কলকাতা থেকে গ্রেফতার অভিযুক্ত
Kapil Sharma News: ঘটনার তদন্তে নেমে কলকাতা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম, দিলীপ চৌধুরী।

কলকাতা: সমস্যা যেন কাটছেই না কপিল শর্মা (Kapil Sharma)-র জীবন থেকে। কানাজায় তাঁর ক্যাফেতে গুলি চলেছে একাধিকবার। আর এবার, তাঁর কাছে হুমকি ফোন এল টাকার দাবি করে! সদ্যই একটি হুমকি ফোন পেয়েছেন কপিল শর্মা। তাঁর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করা হয়েছে। জানা যাচ্ছে, এই ঘটনায় রয়েছে কলকাতা যোগ! জানা যাচ্ছে, গত ২২ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর লাগাতার হুমকি ফোন আসতে থাকে কপিল শর্মার কাছে। গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম করে ১ কোটি টাকার দাবি করা হয়। একই নম্বর নয়, একাধিক নম্বর থেকে একই দাবি করে ফোন আসতে থাকে।
ঘটনার তদন্তে নেমে কলকাতা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম, দিলীপ চৌধুরী। জানা যাচ্ছে, আগামী ৩০ তারিখ পর্যন্ত হেফাজতে থাকবে ওই ব্যক্তি। জানা যাচ্ছে IPC-র সেকশন অনুসারে ওই ব্যক্তির নামে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্র থেকে জানানো হচ্ছে, এই ব্যক্তি, দিলীপ চৌধুরীই সরাসরি কপিল শর্মাকে ফোন করেছিলেন। তিনি জানান, যদি ১ কোটি টাকা তাঁকে না দেওয়া হয়, তাহলে বড়সড় ক্ষতি হতে পারে কপিল শর্মার। বারে বারেই নম্বর বদলে কপিলকে ফোন করেছিল এই ব্যক্তি। তবে সে কেন এই পদক্ষেপ নিল, সেই হদিশ এখনও পাওয়া যায়নি।
অন্যদিকে, সদ্যই মুম্বই নবনির্মাণ সেনার রোষানলের মুখে পড়েছিলেন তারকা। এবার বাধ সেধেছে কপিল শর্মার উচ্চারণ। অভিযোগ, কপিল শর্মা নাকি তাঁর শো -তে মুম্বই-এর উচ্চারণ বিকৃত করেছেন। সেই কারণেই এই হুমকি পেয়েছেন তিনি। আর যদি কপিল শর্মা এই ধরণের কাজ করেন, তাহলে শো বন্ধ করার ও হুমকি পেয়েছেন কপিল শর্মা।
কপিল শর্মা দীর্ঘদিন ধরেই একটি শো করেন, 'কমেডি নাইটস উইথ কপিল' (Comedy Nights with Kapil)। এই শো মূলত মজার শো। বিভিন্ন অতিথি এই শো-তে আসেন, আর তাঁদের সঙ্গে চলে মজার সব কথোপকথন। কিন্তু এই শোয়ের জন্যই মুম্বই নবনির্মাণ সেনার রোষানলে পড়েছেন কপিল শর্মা। তিনি নাকি তাঁর শো-তে মুম্বই শহরকে একাধিকবার 'বোম্বাই' বা 'বোম্বে' বলে অভিহিত করেছেন। তিনি যদি আগামী দিনেও এই ধরণের উচ্চারণে বিভ্রাট করেন, তাহলে এই শো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। নবনির্মাণ সেনার দাবি, শহরটার নাম মুম্বই। সেই শহরকে কেন বম্বে বা বোম্বাই বলা হবে? যদি চেন্নাই, কলকাতা বা বেঙ্গালুরুর ক্ষেত্রে সঠিক উচ্চারণ করা যায়, তাহলে মুম্বইয়ের ক্ষেত্রে কেন নয়? সেই কারণেই এই হুমকির সম্মুখীন হয়েছেন কপিল শর্মা। যদিও মুম্বই নবনির্মাণ সেনার তরফ থেকে জানানো হয়েছে, হয়তো কপিল শর্মার অজান্তেই এই ভুল হয়। তবে তিনি যেন এই ভুল শুধরে নেন। তবে তিনি অজান্তে হলেও মুম্বইয়ের মানুষকে অপমান করছেন। এই শহরকে অপমান করছেন। কপিল শর্মা যেন দ্রুত তাঁর ভুল শুধরে নেন। মুম্বই কপিল শর্মা কর্মভূমি। সেই কারণেই তিনি যেন এই ভুল শুধরে নেন।'






















