Ankush Hazra: ঐন্দ্রিলার সঙ্গে দ্বন্দ্ব? সরস্বতী পুজোয় প্রেম করবেন না অঙ্কুশ?
Tollywood Update: একেবারে মজার চরিত্রে, মজার ঘরানায় মুক্তি পাবে নতুন সিনেমা 'নারী চরিত্র বেজায় জটিল'।

কলকাতা: এই সিনেমার ঘোষণা হয়েছিল আগেই। নারী আর পুরুষের দ্বন্দ্বে আসছে নতুন মজার ছবি, 'নারী চরিত্র বেজায় জটিল'। অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-র প্রযোজনা সংস্থার তরফ থেকে করা হয়েছিল এই সিনেমার ঘোষণা। আর এবার, প্রকাশ্যে এল 'নারী চরিত্র বেজায় জটিল' মুক্তির তারিখ। চলতি বছরের সরস্বতী পুজোয় মুক্তি পাবে এই সিনেমা। প্রেম থেকে শুরু করে দ্বৈরথ... সবই দেখা যাবে এই সিনেমায়। এর আগে, অঙ্কুশ হাজরা-র প্রযোজনা সংস্থায় মুক্তি পেয়েছিল 'মির্জা' (Mirza)। সিনেমাটা ছিল একেবারে অ্যাকশন ঘরানার। আর এবার, একেবারে মজার চরিত্রে, মজার ঘরানায় মুক্তি পাবে নতুন সিনেমা 'নারী চরিত্র বেজায় জটিল'।
এই ছবির গল্প আবর্তিত হবে ঝন্টু বলে একটি চরিত্রকে নিয়ে। ঝন্টু যথেষ্ট চটপটে ও চৌখস হলেও, তার আশেপাশে থাকা নারীদের সে কিছুতেই বুঝে উঠতে পারে না। এটাই তাঁর জীবনের সমস্যা। কেবল প্রেমিকা নয়, আশেপাশে থাকা যে কোনও মহিলাকেই ঝন্টু সঠিকভাবে বুঝে উঠতে পারে না। তার এই মেয়েদের বোঝার সফর নিয়েই এগিয়ে যাবে গল্প, 'নারী চরিত্র বেজায় জটিল'। এই ছবিটি নিয়ে অঙ্কুশ বলছেন, 'আমার সিনেমার সফরে কখনও অ্যাকশন এসেছে, কখনও আবার পারিবারিক গল্প। মজার গল্প। 'মির্জা' ছবির হাত ধরে আমরা অ্যাকশনকে নিয়ে এসেছিলাম। আর এবার হাসির ছবির পালা।' এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনকে। রয়েছেন সোহিনী সেনগুপ্ত ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও।
পাশাপাশি, এই বছর মুক্তি পাচ্ছে অঙ্কুশের আরও একটা গুরুত্বপূর্ণ সিনেমা, 'রক্তবীজ ২' (Roktobeej 2)। সদ্য মুক্তি পেয়েছে এই সিনেমার টিজার। সেখানে নজর কাড়লেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), সীমা বিশ্বাস (Seema Biswas), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee), নুসরত জাহান (Nusrat Jahan), সুব্রত দত্ত (Subrata Dutta) আর অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Nandita Roy and Shiboprosad Mukherjee) নতুন ছবি 'রক্তবীজ ২' ঝড় তুলল প্রথম ঝলকেই। মুনির আলম। এই নামটির সঙ্গে পরিচিত 'রক্তবীজ'-এর দর্শকেরা। তবে এবার নতুন মুনির আলম। টিজারে সবচেয়ে বড় চমক অঙ্কুশ, এই কথা স্বীকার করতেই হয়। তাঁকে যে 'রক্তবীজ ২'-তে নেতিবাচক চরিত্রে দেখা যাবে, সেই ইঙ্গিত মিলেছিল আগেই। টিজারেও দেখা গেল সেই ঝলক। তবে কেবল থ্রিলার নয়, জমাটি এই সিনেমা যে মশলাদার ও, সেই ঝলক ও মিলল টিজারে।
View this post on Instagram






















