National Film Awards 2023: দিল্লিতে আজ '৬৯তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান', কখন কোথায় দেখবেন?
National Film Awards: সিনে দুনিয়ার একাধিক জনপ্রিয় মুখ থাকবেন এদিনের অনুষ্ঠানে। তাঁদের মধ্যে অবশ্যই দেখা যাবে আলিয়া ভট্ট, কৃতী শ্যানন, অল্লু অর্জুন, এস এস রাজামৌলি, এম এম কিরাবাণী প্রমুখকে।
নয়াদিল্লি: মঙ্গলবার ৬৯তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান (69th National Film Awards ceremony) অনুষ্ঠিত হবে দিল্লির (Delhi) বিজ্ঞান ভবনে (Vigyan Bhavan)। সিনে দুনিয়ার একাধিক জনপ্রিয় মুখ থাকবেন এদিনের অনুষ্ঠানে। তাঁদের মধ্যে অবশ্যই দেখা যাবে আলিয়া ভট্ট, কৃতী শ্যানন, অল্লু অর্জুন, এস এস রাজামৌলি, এম এম কিরাবাণী প্রমুখকে। এদিন তাঁরা রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর (President Droupadi Murmu) হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন।
এই অনুষ্ঠানের লাইভ ব্রডকাস্ট শুরু হবে মঙ্গলবার দুপুর ১.৩০ থেকে, ডিডি ন্যাশনালে (DD National)। এই চ্যানেলের অফিসিয়াল ইউটিউব হ্যান্ডলে দেখা যাবে এই অনুষ্ঠান, লাইভ। যাঁরা টিভিতে দেখতে পারবেন না তাঁরা চোখ রাখতে পারেন ইউটিউব চ্যানেলে।
দূরদর্শন ন্যাশনালের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করে এদিন লেখা হয়, 'নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রতিভা ও শ্রেষ্ঠত্ব উদযাপন করুন। মঙ্গলবার, ১৭ অক্টোবর, দুপুর ১.৩০টায় ডিডি ন্যাশনালে আমাদের সঙ্গে লাইভে যোগ দিন।'
#Celebrate talent and excellence at the 69th National Film Awards at Vigyan Bhawan, New Delhi. Join us live on #DDNational, Tuesday, October 17th, at 1:30 PM.
— Doordarshan National दूरदर्शन नेशनल (@DDNational) October 17, 2023
Watch here: https://t.co/uVykayVLFM… #NFA | #NFAWithDD | @MIB_India | @nfdcindia | @ianuragthakur pic.twitter.com/K4PVd0l4mW
অন্যদিকে, এদিন 'জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান'-এর আগে রাজধানীর উদ্দেশে রওনা দিতে দেখা গেল 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রীকে (Alia Bhatt)। সঙ্গে ছিলেন তাঁর স্বামী, অভিনেতা রণবীর কপূর। মুম্বইয়ের কালনা বিমানবন্দরে তাঁদের পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হতে দেখা যায়। এই বছর সঞ্জয় লীলা ভংশালী পরিচালিত 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া। সাদা চুড়িদার পরে দেখা গেল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওয় অনেকেই লিখলেন, 'গঙ্গুওয়ালা সফেদ'। এবার তাঁর সঙ্গে সেরা অভিনেত্রীর সম্মান ভাগ করে নেবেন কৃতী শ্যানন তাঁর 'মিমি' ছবির জন্য।
আরও পড়ুন: National Awards: দিল্লিতে 'জাতীয় পুরস্কার' বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পাড়ি আলিয়ার, সঙ্গী রণবীর
আলিয়া ভট্টের আগেই ক্যামেরাবন্দি হন 'পুষ্পা' অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অল্লু স্নেহা রেড্ডি। হায়দরাবাদ বিমানবন্দরে দেখা যায় তাঁদের। সস্ত্রীক অভিনেতা যোগ দেবেন জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। 'পুষ্পা' ছবির জন্য এই বছর সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial