Vaishali Takkar Demise: অভিনেত্রী বৈশালী ঠক্করের মৃত্যুতে নয়া মোড়, প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের
Vaishali Takkar: জানা যাচ্ছে, অভিনেত্রীর পরিবারের অভিযোগ, তাঁর বিয়ের খবর পাওয়ার পর থেকেই রাহুল উত্যক্ত করছিলেন তাঁকে। অভিযুক্ত দম্পতিকে তাঁদের ইনদওরের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি।
নয়াদিল্লি: গতকালই মেলে দুঃসংবাদ। ইনদওরের (Indore) বাড়ি থেকে উদ্ধার হয় ছোটপর্দার অভিনেত্রী বৈশালী ঠক্করের (Vaishali Takkar) ঝুলন্ত দেহ। মেলে স্যুইসাইড নোটও (Suicide Note)। তার ঠিক একদিনের মাথায়, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Madhya Pradesh Home Minister Narottam Mishra) বলেছেন, রাজ্য পুলিশ অভিনেত্রীর প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে।
অভিনেত্রীর মৃত্যুতে নয়া মোড়
২৯ বছর বয়সী অভিনেত্রী বৈশালীকে রবিবার ইনদওরের সাইবাগ কলোনীতে তাঁর বাড়ির সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে খবর পুলিশ সূত্রে। সোমবার সাংবাদিকদের নরোত্তম মিশ্র বলেন, 'এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৬ নং ধারায় অভিনেত্রীর প্রতিবেশী রাহুল নভলানি ও তাঁর স্ত্রী দিশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।'
পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোতি-উর-রহমান এদিন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'ঘটনাস্থলে একটি পাঁচ পাতার স্যুইসাইড নোট মিলেছে যেখানে বৈশালী রাহুলের নাম উল্লেখ করে তাঁরে উত্যক্ত করার কথা বলেছেন।'
জানা যাচ্ছে, অভিনেত্রীর পরিবারের অভিযোগ, তাঁর বিয়ের খবর পাওয়ার পর থেকেই রাহুল উত্যক্ত করছিলেন তাঁকে। অভিযুক্ত দম্পতিকে তাঁদের ইনদওরের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, তাঁরা বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে গিয়েছেন।
প্রসঙ্গত, অভিনেত্রী বৈশালী ঠক্কর ও রাহুল নভলানির বাবা ব্যবসার পার্টনার। তাঁরা একে অপরকে বহুদিন ধরেই চেনেন। জানা গেছে, ওই দম্পতির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলা দায়ের করা হয়েছে।
কে এই বৈশালী ঠক্কর
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়'-এ অভিনয় করেন বৈশালী টক্কর। ওই ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল সঞ্জনা। ২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত ওই ধারাবাহিকে অভিনয় করেন তিনি। শুধু তাই নয়, 'ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়' ধারাবাহিকে সঞ্জনা চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন বৈশালী। এছাড়াও, 'ইয়ে হ্যায় আশিকি', 'শশুরাল সিমর কা'র মতো ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। বৈশালী ঠক্করকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে 'রক্ষা বন্ধন' ধারাবাহিকে। অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নামে বিনোদন জগতে।