এক্সপ্লোর
Advertisement
অস্কার ভোটিংয়ের আমন্ত্রণ পেলেন আলিয়া-হৃতিককে, ‘নেপোটিস্টিক অ্যাকাডেমি’, ট্যুইট হনসল মেহতার
বিবৃতিতে বলা হয়েছে আমন্ত্রিতদের মধ্যে ৩৬ শতাংশ রূপান্তরকামী এবং ৪৫ শতাংশ মহিলা। মোট ৬৮টি দেশের শিল্পীদের এই সদস্যপত্র তথা আমন্ত্রণ পাঠানো হয়েছে। যাঁরা এই আমন্ত্রণে সাড়া দিয়ে যোগদান করবেন, তাঁরা ৯৩-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যা ২৫ এপ্রিল ২০২১-এ অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে ভোটদানের অধিকার পাবেন।
নয়াদিল্লি: এ বছর অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এ আমন্ত্রিত হয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির যে সমস্ত কলাকুশলী, তাদের উদ্দেশে কামান দাগলেন চলচ্চিত্র নির্দেশক হনসল মেহতা। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন আলিয়া ভট্ট ও হৃতিক রোশন।
এই খবরের প্রেক্ষিতে হনসল তাঁর ট্যুইট-এ অস্কার কমিটিকে ‘নেপোটিস্টিক অ্যাকাডেমি’ বলে খোঁচা দিয়েছেন।
আমন্ত্রিতদের তালিকায় আলিয়া, হৃতিক ছাড়াও রয়েছেন কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকন্থ,ডিজাইনার নীতা লুল্লা, সিরলে আব্রাহাম, অমিত মদেশিয়া, নিশান্ত জৈন, বিশাল আনন্দ, সন্দীপ কামাল, সান্দ্রিলা ধাওয়ান, ভি সেন্থিল। মোট ৮১৯ জন কলাকুশলী আমন্ত্রণ পেয়েছেন অ্যাকাডেমির তরফে।
You guys don't get sarcasm do you??? Then don't use my tweets without asking me. Pathetic. https://t.co/5KfU8H3yyj
— Hansal Mehta (@mehtahansal) July 1, 2020
একটি বিবৃতিতে বলা হয়েছে আমন্ত্রিতদের মধ্যে ৩৬ শতাংশ রূপান্তরকামী এবং ৪৫ শতাংশ মহিলা। মোট ৬৮টি দেশের শিল্পীদের এই সদস্যপত্র তথা আমন্ত্রণ পাঠানো হয়েছে। যাঁরা এই আমন্ত্রণে সাড়া দিয়ে যোগদান করবেন, তাঁরা ৯৩-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যা ২৫ এপ্রিল ২০২১-এ অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে ভোটদানের অধিকার পাবেন। অ্যাকাডেমির সভাপতি দাভিদ রুবিন বলেছেন,বিশ্বের নানা প্রান্ত থেকে যোগদানকারী সদস্যদের পেয়ে আমরা আনন্দিত। প্রতিভাবান শিল্পীদের কাজের বৈচিত্র্যকে মেলে ধরাই অ্যাকাডেমির উদ্দেশ্য। বিশেষ করে রূপান্তরকামীদের অংশগ্রহণ করার মাধ্যমে তাদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়াও এর অন্যতম লক্ষ্য।
বিষয়টি যেমনই হোক, ভারত থেকে আমন্ত্রিতদের তালিকায় স্বজন-পোষণের ছায়াই দেখছেন হনসল, আর সেটাই তাঁর ট্যুইটে ধরা পড়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement