New Bengali Film: বিশ্বনাথ, খরাজ, রূপসা, গৌরবের নতুন ছবি 'জন্নত' বলবে প্রেমের গল্প
Bengali Film: এই ছবির গল্প চিরপরিচিত এক প্রেমের গল্প। ছবির নামভূমিকায় অভিনয় করছেন রূপসা।
কলকাতা: অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়ের (Ruppa Mukherjee) সঙ্গে জুটি বেঁধে ছবিতে পা রাখছেন এক নতুন মুখ। গৌরব দাস। পরিচালক এম এন রাজের (MN Raj)-এর নতুন ছবি জন্নত (Jannat)-এ দেখা যাবে তাঁদের। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বিশ্বনাথ বসু (Biswanath Basu), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), সুপ্রিয় দত্ত (Supriyo Dutta) ও তুলিকা বসু (Tulika Basu)।
এই ছবির গল্প চিরপরিচিত এক প্রেমের গল্প। ছবির নামভূমিকায় অভিনয় করছেন রূপসা। তাঁরই চরিত্রের নাম জন্নত (Jannat)। রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে ওঠা জন্নত পড়াশোনায় মেধাবী। একটি কর্পোরেট অফিসে চাকরিও করে সে। কিন্তু বাড়ির নিয়ম থেকে শুরু করে রক্ষণশীল পোশাক পরার রীতি, সবকিছুই মেনে চলতে হয় তাঁকে।
এরমধ্যেই তাঁর আলাপ হয় রাহুল বলে একটি ছেলের সঙ্গে। রাহুলের ভূমিকায় অভিনয় করছেন গৌরব। উদ্দেশ্যহীন, চাকরিহীন রাহুলেরই প্রেমে পড়ে জন্নত। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাঁর পরিবার। সমস্ত বাধা পেরিয়ে তাঁদের ভালবাসা পরিণতি পাবে কি না, সেই গল্পই বলবে এই ছবি।
পরিচালকের উদ্দেশ্যই ছিল একটি প্রেমের গল্প বানানো। তাঁর কথায়, 'নিখাদ প্রেমের গল্প যেন এই প্রজন্ম শুনতে ভুলেই গিয়েছে। আমি এই ছবির জন্য পরিচিত কোনও মুখকে চাইনি। চেয়েছি এমন মুখ যাঁকে দেখলে মনে হয় সে এই চরিত্রটার জন্যই তৈরি। সেইসঙ্গে ইন্ডাস্ট্রিকে এক নতুন অভিনেতা দেওয়ার চেষ্টা করছি। আশা করি মানুষের ভাল লাগবে এই ছবির গল্প।
প্রসঙ্গত, সদ্যই রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee)-র নতুন ছবি 'দিলখুশ' (Dilkhush)-এ অভিনয় করেছিলেন খরাজ। এই ছবিতে চার বিভিন্ন বয়সের জুটিকে দেখা গিয়েছিল। পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)-কে দেখা গিয়েছিল অনুসূয়া মজুমদার (Anushua Majumdar)-এর সঙ্গে জুটি বাঁধতে। খরাজ মুখোপাধ্যায়ের (Khoraj Mykherjee)-কে দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্য (Aparajita Auddya)-র বিপরীতে। সোহম মজুমদার (Soham Majumdar)-এর সঙ্গে এই প্রথম জুটি বাঁধতে দেখা গিয়েছিল মধুমিতা সরকার (Madhumita Sircar)-কে। উজান চট্টোপাধ্যায় (Ujaan Chatterjee)-র সঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বর্য্য সেন (Ainwariya Sen)-কে। এছাড়াও রয়েছেন অনন্যা সেন (Anannya Sen)। এসভিএফের এই ছবি মুক্তি পেয়ে গিয়েছে ২০ জানুয়ারি।