Pushpa The Rule Poster: ফাহাদ ফাসিলের জন্মদিনে চমক 'পুষ্পা ২' টিমের, প্রকাশ্যে অভিনেতার লুক পোস্টার
Fahadh Faasil: ৪১ বছরে পা দিলেন অভিনেতা। তাঁর এই বিশেষ দিনকে আরও বিশেষ করতে উদ্যত 'পুষ্পা' টিম। নির্মাতাদের তরফে পোস্ট করা হল ছবিতে ফাহাদ ফাসিলের লুক পোস্টার।
নয়াদিল্লি: অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা। কবে আসবে 'পুষ্পা ২' (Pushpa 2)? ছবি সম্পর্কে সামান্যতম কোনও আপডেট পেলেও উচ্ছ্বাস উপচে পড়ছে অনুরাগীদের মধ্যে। তাঁদের উত্তেজনা আরও খানিক বাড়িয়ে দিল নির্মাতাদের তরফে প্রকাশিত নতুন পোস্টারে, ফাহাদ ফাসিলের (Fahadh Faasil) লুক।
জন্মদিনে ফাহাদ ফাসিলের 'পুষ্পা ২' ছবির লুক প্রকাশ
এপ্রিল মাসের শুরুতে অল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ্যে 'পুষ্পা: দ্য রুল' ছবিতে আইকন স্টারের চোখ ধাঁধানো লুক। এবার ৮ অগাস্ট অভিনেতা ফাহাদ ফাসিলের জন্মদিনে প্রকাশ্যে এল ছবিতে তাঁর লুক।
প্রসঙ্গত, 'পুষ্পা: দ্য রাইজ' ছবির শেষেই বোঝা গিয়েছিল যে ছবির সিক্যুয়েলে প্রধান নেতিবাচক চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। 'পুষ্পা'র চরিত্রে অল্লু অর্জুন যেমন মানুষের মনে দাগ কেটেছে একই সঙ্গে পাল্লা দিয়ে দর্শকের মনে ধরেছে ফাহাদ ফাসিল অভিনীত ভানওয়ার সিংহ শেখাওয়াতের (Bhanwar Singh Shekhawat) চরিত্রও।
৪১ বছরে পা দিলেন অভিনেতা। তাঁর এই বিশেষ দিনকে আরও বিশেষ করতে উদ্যত 'পুষ্পা' টিম। নির্মাতাদের তরফে পোস্ট করা হল ছবিতে ফাহাদ ফাসিলের লুক পোস্টার। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, 'টিম 'পুষ্পা ২ দ্য রুল' প্রবল প্রতিভাবান অভিনেতা ফাহাদ ফাসিলকে জন্মদিনে জানাচ্ছে শুভেচ্ছা। ভানওয়ার সিংহ শেখাওয়াত স্যার ফিরছেন বড়পর্দায় প্রতিশোধ বোধ নিয়ে।'
View this post on Instagram
অল্লু অর্জুন তো বটেই, ফাহাদ ফাসিলও অপর একটি কারণ যাঁর জন্য 'পুষ্পা ২'-এর অপেক্ষায় দর্শক। 'পুষ্পা ২ দ্য রুল' ছবির পরিচালক সুকুমার, অভিনয়ে অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না ও ফাহাদ ফাসিল। 'মৈত্রেয়ী মুভি মেকার্স' ও 'মুত্তমসেট্টি মিডিয়া'র প্রযোজনায় আসছে এই ছবি যা শীঘ্রই মুক্তি পেতে চলেছে।
প্রসঙ্গত, সূত্রের খবর অনুযায়ী, গত রবিবার থেকে 'রামোজি রাও স্টুডিও'তে শুরু হয়েছে 'পুষ্পা ২' ছবির পরের দফার শ্যুটিং। বেশ লম্বা শিডিউলের শ্যুটিং হবে বলেই খবর সূত্রের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial