'Jailer': মুক্তির অপেক্ষায় রজনীকান্তের 'জেলার', ছুটি ঘোষণা চেন্নাই-বেঙ্গালুরুর অফিসে, বিনামূল্যে দেওয়া হল টিকিটও
Rajinikanth: দুই বছর পর ফের বড়পর্দায় ফিরছেন রজনীকান্ত। ফলে অনুরাগীদের উন্মাদনার আঁচ বেশি হবে তা বলাই বাহুল্য। অ্যাকশনে ভরপুর মনোরঞ্জক এই ছবির পরিচালক নেলসন দিলীপকুমার।
নয়াদিল্লি: 'থালাইভার' সুপারস্টার রজনীকান্তের ('Thalaivar' Superstar Rajinikanth) 'জেলার' (Jailer) ছবি মুক্তির অপেক্ষায়। তারকার ছবি মুক্তি এমনিই অনুরাগীদের কাছে উৎসবের থেকে কম কিছু নয়। তবে সেই উচ্ছ্বাস আরও এক ধাপ এগিয়ে গিয়েছে চেন্নাই ও বেঙ্গালুরুতে। সেখানে এই ছবির জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বিভিন্ন অফিসে!
রজনীকান্তের ছবি দেখার জন্য ছুটি ঘোষণা অফিসে
চেন্নাই ও বেঙ্গালুরুর একাধিক অফিসে ঘোষণা করা হল ছুটি। যাতে কর্মীরা অফিসের চিন্তা না করেই প্রেক্ষাগৃহে গিয়ে থালাইভার নতুন সিনেমা দেখে আসতে পারেন। 'জেলার' মুক্তি পাচ্ছে আগামী বৃহস্পতিবার, ১০ অগাস্ট। কিছু কিছু সংস্থা তো ছুটি ঘোষণা করেই থামেননি। আরও এক ধাপ এগিয়ে তারা কর্মচারীদের হাতে তুলে দিয়েছেন বিনামূল্যে 'জেলার' ছবির টিকিটও।
দুই বছর পর ফের বড়পর্দায় ফিরছেন রজনীকান্ত। ফলে অনুরাগীদের উন্মাদনার আঁচ বেশি হবে তা বলাই বাহুল্য। অ্যাকশনে ভরপুর মনোরঞ্জক এই ছবির পরিচালক নেলসন দিলীপকুমার। প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছে এই ছবি বৃহস্পতিবার।
এই ছবির প্রথম শো হয়েছে চেন্নাইয়ে সকাল ৯টার সময়। আর মাত্র দুই দিন যখন বাকি ছবির, অনুরাগীরা ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় 'কাউন্টডাউন' করতে। সেই আবহেই ট্যুইটারে ভাইরাল হয়েছে এক কোম্পানির ছটি ঘোষণার নোটিস। সেই নোটিসে উল্লেখ করা হয়েছে যে সুপারস্টার রজনীর সিনেমা 'জেলার' মুক্তি উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হচ্ছে ১০ অগাস্ট। কারণ সংস্থার এইচআর ডিপার্টমেন্ট 'লিভ রিক্যুয়েস্ট' অর্থাৎ ছুটির আবেদনের পাহাড় এড়াতে চায়। দুই বছর পর মহাতারকা যখন প্রেক্ষাগৃহে ফিরছেন, তা দেখতে কর্মচারীরা ছুটি চাইবেনই, একপ্রকার নিশ্চিত সংস্থা।
এক সংস্থার নোটিসে বলা হয়, 'আমরা সংস্থার কর্মীদের জন্য বিনামূল্যে টিকিট প্রদান করে অ্যান্টিপাইরেসি সমর্থন করার জন্য আরও এক ধাপ এগিয়ে যাওয়ার বিশেষাধিকারও গ্রহণ করলাম।' সেই অর্ডারেই উল্লেখ করা হয় যে এটি চেন্নাই, বেঙ্গালুরু, ত্রিচি, তিরুনেলভেলি, চেঙ্গালপট্টু, মট্টুতবাণী, আরাপালায়ন ও আলাগপ্পন নগরের জন্যও প্রযোজ্য।
'জেলার' ছবিতে রজনীকান্ত ছাড়াও রয়েছেন মোহনলাল, তমন্না ভাটিয়া, যোগি বাবু, জ্যাকি শ্রফ, শিবারাজকুমার। এই ছবিতে রজনীকান্তকে 'টাইগার' মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে দেখা যাবে যিনি মিষ্টিভাষী এক ব্যক্তি এবং যিনি ন্যায় বিচারের জন্য ঈশ্বরও হয়ে উঠতে পারেন, প্রয়োজন অনুসারে। তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন এবং তাঁর ছেলে হারিয়ে যাওয়ার পর শুরু হয় আসল গল্প। এই ছবির গান 'কাভালা' ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়, রীতিমতো ভাইরাল হয়েছে এই গানের নাচ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন