Nikhil Ritabhari Update: ঋতাভরীর স্কুলে হাজির নিখিল, ছোটদের উপহার দিলেন পোশাক
ঋতাভরী চক্রবর্তীর 'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ'-এ হাজির হয়েছিলেন নিখিল জৈন। দীপাবলি উপলক্ষ্যে ঋতাভরীর স্কুলের কচিকাঁচাদের হাতে নতুন পোশাক তুলে দেন তিনি
কলকাতা: টলিউডের সমীকরণ বোঝা দায়। টলিউডের প্রথম সারির নায়িকার প্রাক্তন 'সহবাস সঙ্গী' তিনি। সেই সম্পর্কে কার্যত দাড়ি পড়লেও, অন্যান্য টলি নায়িকাদের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়নি। কখনও শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবার কখনও রাইমা সেন, নায়িকাদের নিজের বিপণীর পোশাকে তিনি সাজিয়ে তোলেন হামেশাই। তবে এবার একেবারে অন্য ভূমিকায় ধরা দিলেন নিখিল জৈন।
ঋতাভরী চক্রবর্তীর 'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ'-এ হাজির হয়েছিলেন নিখিল জৈন। দীপাবলি উপলক্ষ্যে ঋতাভরীর স্কুলের কচিকাঁচাদের হাতে নতুন পোশাক তুলে দেন তিনি। একসঙ্গে কেকও কাটতে দেখা যায় নিখিল-ঋতাভরীকে। আর এই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন খোদ ঋতাভরীই। তিনি লিখেছেন, 'আমার দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ-এ দীপাবলির উৎসব। নিখিল জৈনকে অনেক ধন্যবাদ শিশুদের সুন্দর উপহার দেওয়ার জন্য। ওদের মুখের হাসিগুলোই বলে দিচ্ছে ঠিক কতটা পছন্দ হয়েছে উপহার।'
দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ' নামে একটি স্কুলের দায়িত্ব নিয়েছেন ঋতাভরী। সেখানে বিশেষভাবে সক্ষম শিশুদের পঠন-পাঠনের ব্যবস্থা রয়েছে। তবে কেবল পঠন-পাঠন নয়, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ওইসব কচিকাঁচাদের মধ্যে পৌঁছে যান ঋতাভরী। তাঁদের নিয়েই কাটে ঋতাভরীর বিশেষ দিনগুলি। বাদ যায়নি এবারের দুর্গাপুজোও। এবারও পুজোর শুরুতে নিজের স্কুলে পৌঁছে গিয়েছিলেন ঋতাভরী। ছোটদের হাতে তুলে দিলেন নতুন পোশাক। সোশ্যাল মিডিয়ায় ছোটদের সঙ্গে পুজো উৎযাপনের ছবি শেয়ার করেছেন ঋতাভরী। হলুদ পোশাকে ঋতাভরীকে যথারীতি ঝলমলে দেখাচ্ছিল। ছবি শেয়ার করে ঋতাভরী জানালেন, আজ তাঁর স্কুলের ছোটদের নতুন জামা পরার দিন। সেইসঙ্গে এদিন স্কুলে আয়োজন করা হয়েছিল কবিতা ওয়ার্কশপেরও। কচিকাঁচাদের সঙ্গে হাত মিলিয়ে কেক কাটেন ঋতাভরী। সবার হাতে তুলে দেন নতুন পোশাক, খাবার। করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল। ছোটদের থেকে দূরে থাকার মনখারাপ বারবার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ঋতাভরী। তবে করোনাবিধি মেনেই স্কুলে সমস্ত আয়োজন করেছিলেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন ছবিও।