Nora Fatehi: হঠাৎ ক্যামেরা দেখেই চোখের জল লুকোলেন নোরা, কী হয়েছে অভিনেত্রীর?
Nora Fatehi: নোরা তাঁর ইনস্টা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।'

কলকাতা: বলিউডে বেশ জনপ্রিয় তিনি। তাঁকে দেখলেই ছবিশিকারীরা ঘিরে ধরেন। তিনিও পোজ দিয়ে সবার আবদার মেটান। মায়ানগরীর রাস্তায়, এই ছবি খুব একটা নতুন নয়। তবে আজ যে ভিডিও ভাইরাল হয়েছে, তা একেবারেই অন্যরকম। আজ বিমানবন্দরে কালো পোশাকে দেখা গেল নোরা ফতেহি (Nora Fatehi)-কে। তাঁর চোখে ছিল কালো চশমা। তবে তাঁর মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল, মন ভাল নেই নোরার। চোখের জল আড়াল করার চেষ্টা করছেন তিনি।
কাছের মানুষকে হারিয়েছেন নোরা?
এক জনৈক পাপারাৎজির দাবি, নোরা ফতেহির এক কাকিমা প্রয়াত হয়েছেন। যদিও, এই বিষয়ে একেবারেই মুখ খোলেননি নোরা। তবে নোরা তাঁর ইনস্টা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।' জানা যাচ্ছে, ইসলামদের মৃত্যুর খবরে এই বাক্যটি বলা হয়। অর্থাৎ অনেকেই মনে করছেন, কাছের মানুষকে হারিয়েই এই পোস্ট করেছেন নোরা। এই কথার অর্থ, 'সত্যিই আমরা আল্লারই অংশ। সত্যিই আমরা তাঁর কাছেই ফিরে যাই।'
View this post on Instagram
বিমানবন্দরে কালো পোশাকে অভিনেত্রী
নোরা ফাতেহিকে বিমানবন্দরে সম্পূর্ণ কালো পোশাকে দেখা যায়। অভিনেত্রী চোখে কালো চশমা পরেছিলেন। অনেকেই মনে করছেন, চোখ ঢাকতে তিনি এই চশমা বেছে নিয়েছিলেন। তবে তা ক্যামেরার নজর এড়াতে পারেনি। আজ নোরা ফতেহিকে বিমানবন্দরে দেখে অনেকেই স্বভাবমতো তাঁর দিকে এগিয়ে যান। অনেকেই সেলফি তুলতে চান নোরার সঙ্গে। অনেক পাপারাৎজিও এগিয়ে আসেন। তবে নোরা আজ ছবির জন্য পোজ দেননি। বরং যাঁরা সেলফি তুলতে আসেন নোরার সঙ্গে, তাঁদের সবাইকে সরিয়ে দেন নোরার দেহরক্ষী।

ঈশান খট্টরের সঙ্গে এই সিরিজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে
কাজের কথা বলতে গেলে, নোরা ফতেহিকে সম্প্রতি ওয়েব সিরিজ 'দ্য রয়্যালস'-এ দেখা গিয়েছিল। এতে তাঁর সঙ্গে ঈশান খট্টর, ভূমি পেডনেকর, জিনাত আমান, সাক্ষী তওয়ার, ডিনো মোরিয়া এবং মিলিন্দ সোমনও ছিলেন। সিরিজে নোরার কাজ দর্শকদের বেশ পছন্দ হয়েছে। অভিনয় ছাড়াও, নোরা তাঁর নাচের মাধ্যমেও মানুষকে মুগ্ধ করেন বারে বারেই। তবে নোরার কী হয়েছে, তা জানার জন্য উদ্বিগ্ন অনুরাগীরা।























