এক্সপ্লোর
Advertisement
এবার হৃতিকের সঙ্গে শাহিদের তুলনা করলেন কঙ্গনা!
মুম্বই: ‘রেঙ্গুন’-এর প্রমোতে কাদা মেখে প্রেম করতে কঙ্গনা রানাওয়াত আর শাহিদ কপূরকে যতই ভাল দেখাক, আসল কথা হল, তাঁরা পরস্পরকে দেখতে পারেন না। আর তা গোপন করাও দরকার মনে করেন না তাঁরা।
অল্পদিন আগে কঙ্গনা শাহিদ সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেন, শাহিদের সঙ্গে এক কুটিরে থাকা তাঁর পক্ষে দুঃস্বপ্ন ছিল। আর তাঁকে চুমু খেতে বিরক্ত লেগেছে তাঁর।
কঙ্গনা ব্যাখ্যা করেন, চুমুর সময় শাহিদের গোঁফের খোঁচায় উত্যক্ত হয়েছেন তিনি। তারপর শাহিদ টানা বলছিলেন, তাঁর ভীষণ সর্দি হয়েছে। ফলে বিরক্তি আরও বেড়ে যায়।
এ ব্যাপারে শাহিদকে বললে তিনি দৃশ্যতই অবাক হন। তিনি নাকি এ সব কিছু কঙ্গনাকে বলেনইনি! তিনি বলেন, কঙ্গনা অনেক কিছু বানিয়ে বলেন। তাঁর কল্পনাশক্তি অত্যন্ত প্রখর। সর্দি হয়েছে বলে তাঁকে কিছু বলেছেন বলে তাঁর মনে পড়ছে না।
এবার এ নিয়ে কঙ্গনা জানালে তিনি সাফ বলে দেন, ওই কল্পনাশক্তির ব্যাপারটা শাহিদ নির্ঘাত হৃতিক রোশনের কাছ থেকে ধার করেছেন।
হৃতিককে তাঁর প্রাক্তন প্রেমিক বলে দাবি করায় কঙ্গনার সঙ্গে হৃতিকের চূড়ান্ত অশান্তি হয়। হৃতিক বলেন, কঙ্গনা সব কিছু বানিয়ে বলছেন। এমনকী কোর্টেও গড়ায় তাঁদের ঝগড়া।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement