Kacha Badam: কাঁচা বাদাম গানে কোমর দোলালেন মাধুরী দীক্ষিত, মুহূর্তে ভাইরাল ভিডিও
এবার 'কাঁচা বাদাম' গানে কোমর দোলালেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। সঙ্গী রীতেশ দেশমুখ। নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে মাধুরী দীক্ষিত পোস্ট করেছেন সেই ভিডিও। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

মুম্বই: 'কাঁচা বাদাম' (Kacha Badam) গানের ব্যাপ্তি রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশেও দেখা গিয়েছে। আম জনতা থেকে তারকারা, সোশ্যাল মিডিয়া কেউ বোধহয় বাকি নেই যিনি এই গানে রিল তৈরি করেননি। এবার 'কাঁচা বাদাম' গানে কোমর দোলালেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। সঙ্গী রীতেশ দেশমুখ। নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে মাধুরী দীক্ষিত পোস্ট করেছেন সেই ভিডিও। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত 'কাঁচা বাদাম' গানের রিল পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন,'দারুণ আনন্দ করলাম। তাই নয় কি? রীতেশ দেশমুখ ধন্যবাদ আমার সঙ্গে এই গানে যোগ দেওয়ার জন্য।' ভিডিওতে দেখা যাচ্ছে মাধুরী দীক্ষিতের সঙ্গে পাল্লা দিয়ে 'কাঁচা বাদাম' গানে স্টেপ মেলাচ্ছেন রীতেশ দেশমুখ।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। দুর্ঘটনার কবলে পড়েও 'আমার নতুন গাড়ি' নিয়ে নতুন গান লিখে ফেলেন তিনি। বোলপুরের এক বেসরকারি রেস্তোরাঁয় একটি বেসরকারি মিউজিক সংস্থার সঙ্গে নতুন গানের চুক্তি সাক্ষর করেন তিনি। সেই গানের শ্যুটিংয়ের জন্য সম্প্রতি মুম্বই যান ভুবন বাদ্যকর। প্রথমবার মুম্বই গিয়ে বলেন, 'প্রথমবার মুম্বই এলাম। খুব ভালো লাগছে। এই তো দেখুন কী সুন্দর লাগছে। যেন অল্প বয়সী ছেলেদের মতো করে সাজিয়ে দিয়েছে আমায়। দেখতে ভালো লাগছে এই আর কী। 'আমার নতুন গাড়ি' গানের শ্যুটিংয়ের জন্য এলাম। আশা করছি এক মাসের মধ্যে গান দেখতে পাওয়া যাবে।' কথা বলতে বলতে নতুন গানের দু কলি শুনিয়েও দেন ভুবন বাদ্যকর।
আরও পড়ুন - Tui Bolbo Na Tumi: মুক্তি পেল 'কিশমিশ' ছবির প্রথম গান 'তুই বলব না তুমি'
'কাঁচা বাদাম' (Kacha Badam) গান খ্যাত ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে। তাঁর গাওয়া 'কাঁচা বাদাম' গানে ইনস্টাগ্রাম রিল শুধু বাংলার গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। বরং তা দেশ ছাড়িয়ে বিদেশেও নিজের প্রভাব বিস্তার করেছে। বাংলার সাধারণ মানুষ থেকে তারকারা তো অবশ্যই, বলিউডের তারকারাও এই গানে কোমর দোলাচ্ছেন। ধীরে ধীরে পাচ্ছেন শিল্পীর তকমাও। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন ভুবন বাদ্যকর। তাঁর নতুন গান 'আমার নতুন গাড়ি'র জন্য অপেক্ষায় নেট নাগরিকরা।






















