Swargaram Plus: চুঁচুড়ায় শুনানি বন্ধ করলেন বিধায়ক।গাইডলাইনে BLA-দের রাখার নিয়ম নেই: জানাল কমিশন
Swargaram Plus : রবিবার SIR ইস্যুতে BLA-2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, BLA 2-দে শুনানি পর্বে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন বলে সূত্রের খবর। তারপর ২৪ ঘণ্টাও কাটল না। BLA-2 কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় ২ ঘণ্টা SIR-শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সোমবার, সকালে চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতি প্রশাসনিক ভবনে যান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেখানে তখন, চুঁচুড়া, সপ্তগ্রাম ও বলাগড় বিধানসভাকেন্দ্রের শুনানি চলছিল। BLA 2-কে শুনানিতে থাকতে দিতে হবে, এই দাবি তোলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। খবর পেয়ে আসেন BDO ও পুলিশ। খবর যায় নির্বাচন কমিশনে। মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেন দ্রুত শুনানি শুরু করতে। ২ ঘণ্টা পর ফের শুনানি শুরু হলেও, ফের তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। শুনানি বন্ধে অসিত মজুমদারের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল।
অন্যদিকে, হুগলিরই ধনেখালিতে, BLA-2 কে ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। এইভাবে যখন দিকে দিকে শুনানি বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন CEO দফতরের তরফে শুনানি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের DG ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুনানি কেন্দ্রে BLO, ERO, AERO ছাড়া কেউ থাকবেন না। BLA-রা শুনানি কেন্দ্রে ঢুকবেন না। এই সংক্রান্ত বিজ্ঞপ্তির জন্য জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে CEO দফতর।






























