এক্সপ্লোর
মহারাষ্ট্র করণী সেনার রোষে কঙ্গনা রানাউতের ‘মণিকর্নিকা’
![মহারাষ্ট্র করণী সেনার রোষে কঙ্গনা রানাউতের ‘মণিকর্নিকা’ Now, Maharashtra Karni Sena against Kangana Ranaut's 'Manikarnika - The Queen of Jhansi' মহারাষ্ট্র করণী সেনার রোষে কঙ্গনা রানাউতের ‘মণিকর্নিকা’](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/01/17212932/index-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই:‘পদ্মাবৎ’-এর পর ফের কট্টরপন্থীদের নিশানায় কঙ্গনা রানাউতের পরবর্তী ছবি ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’। এই ছবিটি নিয়ে আপত্তির কথা জানিয়েছে মহারাষ্ট্রের করণী সেনা। ‘মণিকর্নিকা’-র প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকারকে লেখা চিঠিতে করণী সেনা হুঁশিয়ারি দিয়েছে, যদি এই ছবিতে রানি লক্ষ্মীবাইয়ের চরিত্র কলঙ্কিত করা হয় বা তাঁর সঙ্গে কোনও ইংরেজের প্রেম দেখানো হয়, তাহলে ফল ভুগতে হবে। এই ছবির শ্যুটিং বন্ধ করা না হলে বিক্ষোভেরও হুমকি দিয়েছে মহারাষ্ট্র করণী সেনা।
এ বছরের অন্যতম চর্চিত ছবি হতে চলেছে ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’। ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের জীবন এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই তুলে ধরা হয়েছে এই ছবিতে। কঙ্গনা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অঙ্কিতা লোখণ্ডে, অতুল কুলকার্নি, সুরেশ ওবেরয়, ড্যানি ও যিশু সেনগুপ্ত। ২৫ তারিখ ছবিটি মুক্তি পাওয়ার কথা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)