ODI World Cup: গ্যালারিতে হাজির অনুষ্কা-দীপিকা, বিশ্বকাপ জ্বরে কাবু টলিউডও
Tollywood and Bollywood on ODI world Cup: বিশ্বকাপ থাকুক ঘরেই... সেই প্রার্থনা এখন দেশজুড়ে।
কলকাতা: শুরু হয়ে গিয়েছে ম্যাচ... আর গোটা দেশের চোখ বাইশ গজের দিকে। ভারত-অস্ট্রেলিয়ার দ্বৈরথের উন্মদনা গোটা দেশ জুড়ে। বলিউড থেকে টলিউড.. সরাসরি মাঠে হাজির হয়েছেন কেউ, কোনও কোনও তারকা আবার চোখ রেখেছেন টিভির পর্দাতেই। সোশ্যাল মিডিয়াতেও আর 'ব্লিড-ব্লু'। একঝলকে নজর রাখা যাক সেইদিকে।
যতবার বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট হাতে ঝড় তুলেছেন মাঠে, ততবারই ক্যামেরা তাক করেছে তাঁর দিকে। গ্যালারিতে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তিনি, ছুড়ে দিয়েছেন চুম্বন। তিনি অনুষ্কা শর্মা (Anushka Sharma)। আজ সকালেই মেয়ে ভামিকাকে সঙ্গে নিয়ে আমদাবাদের বিমানবন্দরে দেখা গেল অনুষ্কাকে। সাদা সালোয়ার কামিজে স্পষ্ট তাঁর স্ফিতোদর। মেয়ে ভামিকা ছিলেন সহকারীর কোলে। তবে ভামিকাকে নিয়ে অনুষ্কা মাঠে এসেছেন কি না তা এখনও স্পষ্ট নয়।
Anushka Sharma with Vamika at Ahmedabad Airport 😍❤️
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrogn_edits) November 17, 2023
(Dm me aake without emoji mt magna)🗿👍🏻#viratkohli #anushkasharma pic.twitter.com/uU7IUUHQR5
আজ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে আমদাবাদে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)। তাঁদের দুজনের পরণেই ছিল ভারতের জার্সি। দুজনেই হাজির হয়েছেন মাঠে। অন্যদিকে, ভিকি কৌশল আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি 'শ্য়াম বাহাদুর' -এর প্রচারে। তিনি আগেই জানিয়েছিলেন, আমদাবাদের গ্যালারিতে উপস্থিত থাকতে পারবেন না তিনি।
কেবল বলিউড নয়, বিশ্বকাপ নিয়ে উন্মাদনা রয়েছে টলিউড জুড়েও। সকালে ভারতীয় জার্সি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ও একরত্তি ইউভান। ভারতীয় জার্সি পরে গালে তেরঙ্গা এঁকে ছবি পোস্ট করেছেন ঋত্বিকাও। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) যে ক্রিকেটপ্রেমী, এ কথা সবারই জানা। আজ যে বিশ্বকাপে চোখ রাখবেন, উন্মাদনায় মাতবেন সে কথা বলাই বাহুল্য। অন্যদিকে, অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও জানালেন, রবিবার বিশ্বকাপ ফাইনালের জন্যই। বাড়িতে বসেই পর্দায় দোখ রাখবেন তিনি।
বিশ্বকাপ থাকুক ঘরেই... সেই প্রার্থনা এখন দেশজুড়ে।
View this post on Instagram
আরও পড়ুন: ODI World Cup 2023 Live: ব্যর্থ গিল, ভারতকে প্রথম ধাক্কা দিলেন মিচেল স্টার্ক, তবে ছন্দে রোহিত