এক্সপ্লোর
গাড়ি দুর্ঘটনায় মৃত্যু অভিনেত্রী মহিমা চৌধুরীর ভাই এবং তাঁর স্ত্রীর

মুম্বই: 'পরদেশ' খ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরীর জীবনে ঝড়। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ভাই এবং ভাইয়ের বউয়ের। সূর্যপ্রতাপ ছিলেন মহিমার সম্পর্কে তুতো ভাই। গাড়ি দুর্ঘটনায় তাঁর এবং তাঁর স্ত্রী অঞ্চলের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে মেরঠ-হাপুর জাতীয় সড়কে। উল্টোদিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় সূর্যর। স্ত্রী অঞ্চলকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাঁর মৃত্যু হয়। এই আকষ্মিক দুর্ঘটনায় মহিমার মামার মারাত্মক আঘাত পেয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। মহিমার পরিবারের এই দুঃসময় তাঁকে বহুলোকে সমবেদনা জানিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















