'Adipurush' New Song Out: সিনেমা মুক্তির আগে প্রকাশ্যে 'আদিপুরুষ'-এর জনপ্রিয় গান 'জয় শ্রী রাম'
'Adipurush': 'আদিপুরুষ' সিনেম্যাটিক মাস্টারপিস হতে চলেছে বলে দাবি নির্মাতাদের। এই ছবিতে রামের চরিত্রে প্রভাস, সীতার চরিত্রে কৃতী শ্যানন ও রক্ষরাজের চরিত্রে সেফ আলি খান অভিনয় করেছেন।
নয়াদিল্লি: ছবি মুক্তির আগে প্রকাশ্যে এল 'আদিপুরুষ'-এর (Adipurush) গান 'জয় শ্রী রাম' (Jai Shri Ram)। দেশেই নয়, এই গান সাড়া ফেলেছে বিদেশেও। দেশজুড়ে হিন্দি (Hindi), তামিল (Tamil), তেলুগু (Telugu), মালয়লম (Malayalam) ও কন্নড় (Kannada), এই পাঁচ ভাষায় ছবি মুক্তির আগে এই পুরো গানটি এল প্রকাশ্যে। অজয় অতুলের (Ajay-Atul) সঙ্গীত পরিচালনায়, মনোজ মুন্তাশিরের লেখায়, এই গান মূলত রামচন্দ্রের শক্তির প্রতি গৌরবময় শ্রদ্ধা প্রদর্শনের চেষ্টা।
প্রকাশ্যে নতুন গান 'জয় শ্রী রাম'
কেবলমাত্র চোখ ধাঁধানো ছবিই নয়, সুরকার জুটি অজয়-অতুল এবং ৩০ জনেরও বেশি গায়ক গায়িকার কয়্যার গানটি পরিবেশন করার কারণে একটি দুর্দান্ত অভিজ্ঞতার মাধ্যমে গানটি লঞ্চ করা হয়।
View this post on Instagram
ওম রাউত (Om Raut) পরিচালিত, ভূষণ কুমার প্রযোজিত 'আদিপুরুষ' সিনেম্যাটিক মাস্টারপিস হতে চলেছে বলে দাবি নির্মাতাদের। এই ছবিতে রামের চরিত্রে প্রভাস, সীতার চরিত্রে কৃতী শ্যানন ও রক্ষরাজের চরিত্রে সেফ আলি খান অভিনয় করেছেন। দুর্দান্ত সুর, চোখ ধাঁধানো ভিস্যুয়াল ও গানের মাধ্যমে বলা গল্প থেকে স্পষ্ট 'জয় শ্রী রাম' কেবলমাত্র একটি গান নয়, তার বেশিই কিছু। দর্শক ও শ্রোতাকে বুঁদ করে রাখার আলাদা ক্ষমতা আছে এই গানের।
মহাকাব্য 'রামায়ণ'-এর বিগ বাজেট অ্যাডাপটেশন এটি। ছবির প্রথম টিজার মুক্তি পেতেই সেখানে চরিত্রদের লুক দেখে সমালোচনার ঝড় ওঠে। পিছিয়ে যায় ছবির মুক্তি। তবে পরিচালক ওম রাউতের কথায় তাতে তিনি আরও ভাবার সময় পেয়েছেন। এবং গোটা সময়টা তিনি ছবিটাকে আরও ভাল করার জন্য ব্যয় করেছেন।
আরও পড়ুন: Smooth Skin: মসৃণ-মোলায়েম ত্বক পেতে বছরভর চালু থাকুক পরিচর্যা, কীভাবে যত্ন করবেন?
প্রভাস, কৃতী শ্যানন, সেফ আলি খান অভিনীত 'আদিপুরুষ' নিয়ে বিতর্ক শুরু হয় গত বছরের অক্টোবর মাসে ছবির প্রথম টিজার মুক্তির পর। নির্মাতাদের কটাক্ষের শিকার হতে হয় মূলত ছবির ভিএফএক্স কোয়ালিটির জন্য। এছাড়া হিন্দু দেবদেবীদের চরিত্রায়ণ নিয়েও শুরু হয় বিতর্ক। সেফ আলি খানের লঙ্কেশ লুকের ক্ষেত্রে অনেকেই ইসলামিক ছোঁয়া খুঁজে পান। কারণ রাক্ষসরাজের দাড়ি, গোফ, চুল। এর ফলে ছবির মুক্তি ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে জুন মাসে পিছিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, ছবির মুক্তির তারিখ ১৬ জুন।