Vicky-Katrina Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়ের দিন ট্রোলিংয়ের শিকার দীপিকা পাড়ুকোন
ক্যাটরিনা কাইফের সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক যে বিশেষ মধুর নয়, তা অজানা নয় কারও। শুধু পেশাদার দিক থেকেই নয়, দুজনেরই প্রাক্তন প্রেমিক রণবীর কপূর।
মুম্বই: বহু প্রতীক্ষার পর অবশেষে আজ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। আর এবার সাতপাকে বাঁধবেন তাঁরা। গোটা নেট দুনিয়ার নজর যখন ভিকি-ক্যাটরিনার বিয়ের দিকে, তখনই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কী করলেন অভিনেত্রী?
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রায়শই তাঁকে নানা ছবি, ভিডি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে দেখা যায়। ভিকি-ক্যাটের বিয়ের দিন দীপিকা পাড়ুকোন কী করলেন? যাতে নেট দুনিয়ায় তাঁকে ঘিরে ট্রোলিং শুরু হয়ে গিয়েছে?
আরও পড়ুন - Vicky-Katrina Wedding: ভিকি নাকি ক্যাটরিনা, বিয়েতে কে বেশি খরচ করছেন?
নেট নাগরিকরা যখন বর-কনের বেশে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে দেখার অপেক্ষা করছেন, তখনই নিজের বিয়ের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় অসংরক্ষিত করলেন দীপিকা পাজুকোন। জানা যাচ্ছে, মাত্র কিছুদিন আগেই সোশ্যালে রণবীর সিংহের সঙ্গে ইতালির লেক কোমোতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের নানা ছবি সংরক্ষণ করেছিলেন 'পিকু' অভিনেত্রী। আজ ফের সেগুলিকে অসংরক্ষণ করলেন। আর তাতেই নেট নাগরিকদের ট্রোলিংয়ের শিকার হতে হল অভিনেত্রীকে। প্রশ্ন উঠতে শুরু করেছেন, তাহলে কি ভিকি-ক্য়াটের বিয়ের দিন নজর কাড়তে চাইলেন দীপিকা?
ক্যাটরিনা কাইফের সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক যে বিশেষ মধুর নয়, তা অজানা নয় কারও। শুধু পেশাদার দিক থেকেই নয়, দুজনেরই প্রাক্তন প্রেমিক রণবীর কপূর। আর তাঁকে কেন্দ্র করে দুই অভিনেত্রীর মধ্যে ঠান্ডা লড়াইও রয়েছে। আজ যখন অভিনেত্রী নিজের বিয়ের ছবিগুলি অসংরক্ষণ করলেন, তখন নেট নাগরিকদের কেউ কেউ লিখছেন, 'বাচ্চাদের মতো কাজ। আজই কেন! বিয়ের এক মাস পর কেন ছবিগুলি নিয়ে নাড়াচাড়া করতে হল!' আবার কেউ লিখেছেন, 'ক্যাটরিনার বিয়ে থেকে নিজে নজর কাড়তে চাইছেন? এটা আপনার মাস নয় দীপিকা।' যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।