Oscar 2024: অস্কারের মঞ্চে 'ওপেনহাইমার'-এর জয়জয়াকার, সম্মানিত নোলান, সিলিয়ান, এমা
Oppenheimer: এইবছর অস্কারের দৌড়ে অন্যতম উল্লেখযোগ্য প্রতিন্ধন্দ্বী ছিল 'ওপেনহাইমার'। পাশাপাশি ছিল, 'কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন', 'বার্বি'-র মতো ছবিও
নয়াদিল্লি: এই মঞ্চের দিকে নজর থাকে গোটা বিশ্বের। কোন ছবি, কোন অভিনেতা-অভিনেত্রী কী সাফল্য পেল.. সেদিকে চোখ থাকে সবারই। প্রত্যেক বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (96th Academy Awards) বা অস্কার ২০২৪। এই বছর, লস অ্যাঞ্জেলসে বসেছিল তারকাখচিত এই আসর। আর ফলাফলের দিকে চোখ রাখলে, জয়জয়াকার দেখা যায় একটি ছবিরই। সেটি 'ওপেনহাইমার' (Oppenheimer)।
এইবছর অস্কারের দৌড়ে অন্যতম উল্লেখযোগ্য প্রতিন্ধন্দ্বী ছিল এই ছবি। পাশাপাশি ছিল, 'কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন', 'বার্বি'-র মতো ছবিও। তবে সবাইকে পিছনে ফেলে, 'ওপেনহাইমার' নিজের ঝুলিতে পুরেছে সাত সাতটি অ্যাওয়ার্ড। ক্রিস্টোফার নোলানের (Christopher Nolan) এই বায়োপিক থ্রিলার ২০২৩ সালের চর্চিত ছবিগুলির মধ্যে ছিল অন্যতম।
অস্কারের মঞ্চে সেরা ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে 'ওপেনহাইমার'-এর নাম। সুতরাং এই অ্যাওয়ার্ড প্রথমেই ঝুলিতে ভরেছেন নোলান। এই ছবির জন্যই সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান। সেরা অভিনেত্রী হিসেবে অস্কারের মঞ্চে সেরা হয়েছেন, এমা স্টোন (Emma Stone)।এছাড়াও, সিলিয়ান মারফি (Cillian Murphy) অস্কার পেয়েছেন সেরা অভিনেতা হিসেবে।
View this post on Instagram
মোট ৭টি পুরস্কার জিতেছে 'ওপেনহাইমার'। আমেরিকান অফিসার লুইস স্ট্রসের ভূমিকায় অভিনয়ের জন্য রবার্ট ডাউনি জুনিয়র জিতে নিয়েছেন অস্কার। সেরা পার্শ্ব অভিনেতার জন্য অস্কার পেয়েছেন এই অভিনেতা। যদিও রবার্ট ডাউনি জুনিয়র সারা বিশ্বের কাছে ‘আয়রন ম্যান’ (Iron Man) হিসেবেই সবচেয়ে বেশি জনপ্রিয়। এমা স্টোন অভিনীত ‘পুওর থিংস’ (Pood Things) ১১ টি বিভাগে এবং পরিচালক মার্টিন স্কোরসেসের ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার’ মোট ১০ টি মনোনয়ন নিয়ে ওপেনহাইমারের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে।
অস্কারের মঞ্চে আজ হাজির ছিলেন পেশাদার কুস্তিগীর জন সিনা (John Cena)। প্রায় নগ্ন হয়ে মঞ্চে এসে উপস্থিত নন তিনি। এই অভিনবত্ব অবাক করে সবাইকে। অবশ্য প্রায় সঙ্গে সঙ্গেই সহকারীরা এসে তাঁর গায়ে পোশাক চাপিয়ে দিয়ে যান।
View this post on Instagram
আরও পড়ুন: Tollywood New Film: জ্যোতিষ কষে খুন! আসছে ঋত্বিক, বনি, উষসীর নতুন ছবি 'আয়ুরেখা'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।