Will Smith Updates: উইল স্মিথকে পুলিশ 'গ্রেফতার করতে প্রস্তুত' ছিল, চড়কাণ্ডে মন্তব্য অস্কার প্রযোজকের
Will Smith Updates: স্ত্রীকে নিয়ে রসিকতা সহ্য করতে পারেননি অভিনেতা উইল স্মিথ। যদিও পরবর্তীকালে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনাও করেছেন তিনি।
লস অ্যাঞ্জেলস: অস্কারের মঞ্চে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে (Comedian Chris Rock) চড় মারার ঘটনায় বিশ্ব তোলপাড়। কারও মতে অভিনেতা উইল স্মিথ (Actor Will Smith) যা করেছেন তা ঠিক, অন্যদিকে এক দল মানুষের দাবি অন্যভাবেও প্রতিবাদ করতে পারতেন স্মিথ।
কী বলছে অস্কারের প্রযোজক?
অস্কারে কৌতুক অভিনেতা ক্রিস রককে আক্রমণ করার পরে পুলিশ কর্মকর্তারা উইল স্মিথকে গ্রেফতার করতে প্রস্তুত ছিল, বৃহস্পতিবার জানান অনুষ্ঠানের প্রযোজক (Show Producer)।
হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধেয় এমন মর্মান্তিক পর্বের পর প্রথম প্রকাশ্য মন্তব্যে, উইল প্যাকার (Will Packer) বলেন যে অফিসাররা যখন তাঁর সঙ্গে কথা বলতে আসেন তখন তিনি রকের সঙ্গে ছিলেন।
প্যাকার বলেন, 'ওঁরা বলেন, যে আমরা ওঁকে গ্রেফতার করছি, আমরা তৈরি, এখনই ওঁকে পাকড়াও করতে তৈরি, আপনি অভিযোগ জানাতে পারেন, আমরা গ্রেফতার করতে পারি। ওঁরা একের পর এক অপশন দিতে থাকেন।'
আরও পড়ুন: Jaya Bachchan: অভিষেকের নতুন ছবি 'দশভি'-র জন্য বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা মা জয়ার
ক্রিস রক কী বলেন?
আগেই শোনা গিয়েছিল যে উইল স্মিথের বিরুদ্ধে কোনও অভিযোগ করতে চাননি ক্রিস রক। এদিন প্য়াকারও বলেন, 'ক্রিস যদিও, এসব কোনও অপশনই পছন্দ করছিলেন না। ও বলতে থাকে, "আমি ঠিক আছি" (I am fine)।'
লস অ্যাঞ্জেলস পুলিশ (Los Angeles Police Department) 'অফিসাররা বিকল্প ব্যবস্থাগুলি কী ছিল তা ব্যাখ্যা করা শেষ করেন এবং তারা বলেন, 'আপনি জানেন, আপনি কি চান যে আমরা কোনও ব্যবস্থা গ্রহণ করি?' এবং উত্তরে ক্রিস রক বলেন 'না'।"
প্রসঙ্গত, চড়কাণ্ডের পর দর্শকদের সহানুভূতি পেলেন রক। বস্টনের উইলবার থিয়েটার হলে ওই স্ট্যান্ডআপ শোয়ের মঞ্চে হাজির হওয়ার পর তাঁর উদ্দেশ্যে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দর্শকরা। যা বেশ কয়েক মিনিট ধরে চলে।